আমাদের কথা খুঁজে নিন

   

বাবরসহ আরও পাঁচ আসামির নির্দোষ দাবি, আপ্লুত রেজ্জাকুল

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালানের দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরও পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবর রহমানের আদালতে গতকাল ৩৪২ ধারার পরীক্ষায় (এগজামিন) তারা এই দাবি করেন। অন্যদিকে, গত সপ্তাহে নির্দোষ দাবির পর নিজের পক্ষে সাফাই সাক্ষী দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী। চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহমদ জানান, আজ পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। তবে হরতাল হলে আদালত অনুষ্ঠিত হবে না।

সাফাই সাক্ষ্যে রেজ্জাকুল হায়দার বলেন, 'গ্রেফতারের কারণ আমার জানা ছিল না। পরে মনে হয়েছে সাহাবুদ্দীনের ১৬৪ ধারার জবানবন্দিকে ভিত্তি করে তা করা হয়। কিন্তু প্রথম জবানবন্দিতে আমার কোনো সম্পৃক্ততার কথা না বলায় সিআইডির তদন্ত কর্মকর্তা তার ওপর নির্যাতন চালিয়ে দ্বিতীয়বার জবানবন্দি নেন। ' সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রেজ্জাকুল হায়দার চৌধুরী। মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করে বাবর বলেন, 'আমি উচ্চ আদালতে আপিল করার জন্য আবেদন করেছি।

সেখানে এ আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাকে সুযোগ দেওয়া উচিত। আমি ওই আদেশের পরই সাফাই সাক্ষী দিতে চাই। ' আদালত সূত্র জানায়, বাবর ছাড়াও এ দফায় সম্পূরক চার্জশিটভুক্ত ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম, মেজর (অব.) লিয়াকত হোসেন, উইং কমান্ডার সাহাবুদ্দীন আহমদ ও আগের চার্জশিটের ওসমান মিস্ত্রি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বাবর ও আবদুর রহিম পরে সাফাই সাক্ষ্য দেওয়ার কথা বললেও অন্য তিনজন তা দেবেন না বলে জানিয়েছেন। কারাগারে থাকা আসামিদের মধ্যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর এগজামিন এখনো বাকি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।