আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন নেতাদের নিন্দা করল ইইউ পার্লামেন্ট

ইউরোপের নাগরিক ও বিভিন্ন দেশের নেতার ওপর গুপ্তচরবৃত্তির কারণে মার্কিন নেতাদের নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট।

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসএ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলসহ বহু নেতা ও কোটি কোটি সাধারণ মানুষের ফোনে আড়ি পেতেছে। এ ধরনের ন্যাক্কারজনক কাজের জবাব পেতে ইইউ পার্লামেন্টের নয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করে।

এ সময় তারা প্রেসিডেন্ট বারাক ওবামার হোমল্যান্ড সিকিউরিটি এবং সন্ত্রাসবাদ-বিরোধী উপদেষ্টা লিসা মোনাকোসহ হোয়াউট হাউজের সরকারি ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলেন এবং এর নিন্দা ও প্রতিবাদ জানান।

বৈঠকে ইইউ প্রতিনিধিদলের প্রধান ব্রিটেনের ক্লড মোরায়েস বলেন, গুপ্তচরবৃত্তি সবসময় ছিল তবে বন্ধু হয়ে বন্ধুর ওপর গোয়ন্দাবৃত্তি সহজে সহ্য করা যায় না। তিনি বলেন, 'আমরা এসব সত্যের সঠিক জবাব চাই।'

উল্লেখ্য, গত সোমবার ইইউ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন পৌঁছান এবং তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা, কংগ্রেস সদস্য এবং অন্য গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.