আমাদের কথা খুঁজে নিন

   

‘‘জানেন তো অনেক কিছুই, কিন্তু মনে রাখতে পারছেন না,, মনে রাখতে না পারলে, আবার দেখে নিন এক্সক্লুসিভ কিছু”(সাথে এক্সট্রা কিছু)



=======================================================================================
বিসমিল্লাহির রাহমানির রাহিম
----------------------------------- =======================================================================================
কেমন আছেন সবাই ? আশা না করলেউ বিশ্বাস আছে যে টিউনার ভায়েরা ভালই আছে । এর আগে আরো একটি টিউন করেছিলাম, তবে সেটা ছিলো- পরীক্ষামূলক সম্প্রচার । তাই
আবার টিউন করতে বসলাম । সারাদিন তো ল্যাপটপ-এ বসে শুধু টিউন পড়া আর মুভি দেখা । অনেক দিন থেকেই টেকটিউন-এর সাথে আছি।

তবে, আগে শুধু আমাদের টিউনার
ভাইদের টিউন পরতাম আর মজা নিতাম । মাস দেড়েক আগে নিজে একটা একাউন্ট খুলে ফেললাম টেকটিউনস-এ । তার পর থেকে নিয়মিত আর সারাদিনে ল্যাপটপের সামনে বসাই
হয়না । কারন টা নাই বা বললাম, তাতে কি আসে যাই । তো অনেক কিছু না লেখলে্ও অল্প একটু বেশী লেখলাম মনে হয় ।



আজ আমি আপনাদের সাথে একটা শিক্ষনীয় বিষয় শেয়ার করব, তা হছে বিভিন্ন বিষয়ের জনক পরিচিতি । যদিও বিষয়টি অনেকে জানে থাকেন তবে কোন সমস্যা নাই । আমি আবার
মনে করিয়ে দিলাম ধরে নিতে পারেন । তাছারা আমি কাউকে Care করিনা । কি রাগ করলেন নাকি ? না রাগ করিয়েন না কারন, জানেন তো -

Friendship - Share ing                    /             Love - Care ing

জানেন যেহেতু, তো রাগ করবেন কেন ?   ।


তো নিচে দেখে নিন বিভিন্ন বিষয়ের জনকের নাম-------------------------------নিচে আর একটি .........( নিজেই দেখে নেন কি আছে ) ।
• বাংলা উপন্যাস-----বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। • বাংলা গদ্য সাহিত্য-----ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। • ইংরেজী উপন্যাস-----হেনরি ফিল্ডিং। • আধুনিক ইংরেজী কবিতা-----জিওফ্রে চসার।

• চলচ্চিত্র-----অ্যাডওয়ার্ড মিউব্রিজ। • বাংলাদেশ চলচ্চিত্র-----আব্দুল জব্বার খান। • জ্যামিতি-----ইউক্লিড। • বীজগণিত-----আল খাওয়ারজমি। • রসায়নবিদ্যা-----জাবের ইবনে হাইয়ান।

• ভূগোল-----ইরাটস থেনিস। • ইতিহাস-----হেরোডেটাস। • ইসলামের ইতিহাস-----আল মাসুদি। • অর্থনীতি-----অ্যাডাম স্মিথ। • মনোবিজ্ঞান-----ড. উইলহেম উন্ড।

• দর্শনশাস্ত্র-----থেলিস। • রাষ্ট্রবিজ্ঞান-----এরিস্টটল। • আমলাতন্ত্র-----ম্যাক্স ওয়েবার। • মুসলিম জাতি-----ইব্রাহিম (আ:)। • কৃষিবিজ্ঞান-----জেন্সেটাল।

• সমাজ বিজ্ঞান-----অগাস্ট কোঁৎ। • সমাজকর্ম-----জন অ্যাডামস। • ফ্যাসিজম-----মুসোলিনী। • কমিউনিজম-----কার্ল মার্কস। • অস্তিত্ববাদ-----সরেন কিয়ার্কগার্ড।

• দ্বি-জাতি তত্ত্ব-----মুহাম্মদ আলী জিন্নাহ।
• এই টিউনটির জনক---- অবশ্যই আমি
►►►তথ্যগুলো জেনে কেই উপকৃত হলে কমেন্ট করবেন অব্যশই ।   এতে আমি আরো নতুন তথ্য প্রদানে উৎসাহিত হব।
======================================================================================= কঠিন ----------- (দেখুন) =======================================================================================
এই তারিখে মুক্তি পেতে চলেছে সবার (আপনাদের কিনা জানিনা, আমার) বহুল প্রতীক্ষীত বলিউড মুভি- DHOOM-3 (ধুম-থ্রি) । তো মুভি সম্পর্কে আর একদিন অন্য টিউন করা যাবে ।


যারা এই মুভিটার জন্য খেয়ে দেয়ে বসে আছেন, তারা এই HD Official Theatrical Trailer-টি ডাউনলোড করে দেখে নিতে পারেন  । নিচে লিংক দেওয়া হল:-  Only-54 MB

Link 1:- http://uppit.com/749uxdw77miy/Dh00m3.Trailer.W0rldFree4u.C0m.mp4
Link 2:- http://insurekar.info/download.php?page=RGgwMG0zLlRyYWlsZXIuVzBybGRGcmVlNHUuQzBtLm1wNA==
/
/
/
( এম, আর, উজ্জ্বল)

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.