বেশ কিছুদিন থেকেই ওপেনিং জুটি নিয়ে সমস্যায় রয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের যোগ্য সঙ্গী পাওয়া যাচ্ছিল। দুই টেস্টের চার ইনিংসে এবং প্রথম ওয়ানডেতে তামিমের সঙ্গে ওপেন করেছেন এনামুল হক বিজয়। কিন্তু সুবিধা করতে পারেননি মোটেই। আর বিজয়ের ব্যর্থতার জন্যই যেন কপাল খুলে যায় শামসুর রহমান শুভর।
গতকাল বাংলাদেশের ১০৮তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে এই ওপেনারের। তাই কালকের ম্যাচটি শামসুর রহমান শুভর জন্য ছিল 'বিশেষ কিছু'। কিন্তু শুভর শুরুটা যে মোটেও শুভ হলো না! ৫৪ বল খেলে ২৫ রান করে আউট হয়েছেন এই ওপেনার। তবে শুভর স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠতে পারে! একজন ওপেনারের জন্য ওয়ানডেতে ৪৬.২৯ স্ট্রাইক রেটটা দেখতেও যে অশোভন লাগে।
নাথান ম্যাককালামের পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে স্টেডিয়াম কাঁপিয়ে দিয়েছিলেন শুভ।
কিন্তু ইনিংসকে বড় করতে পারেননি। তাছাড়া কাল ব্যাটিংয়ের শুরু থেকেই অস্বস্তিবোধ করছিলেন তিনি। রানের খাতা খুলতেই ১০ বল মোকাবিলা করেন। শুভর ধীরগতির ব্যাটিংয়ের জন্য পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে আসে মাত্র ৩৫ রান। হয়তো প্রথম ম্যাচ বলেই জড়তা কাটাতে অনেক সময় নিয়েছেন তিনি।
কিন্তু যখন হাত খুলে খেলা শুরু করলেন, ঠিক তখনই আউট হয়ে গেলেন। নাথান ম্যাককালামের বল পাঠিয়ে দিতে চেয়েছিলেন সীমানার ওপারে। এগিয়ে গিয়ে ব্যাট চালিয়ে ছিলেন। কিন্তু ব্যাটে-বলে হয়নি। তাই যা হওয়ার তাই হয়েছে।
বল ধরে কিউই উইকেটরক্ষক দ্রুত স্ট্যাম্প ভেঙে দেন। তবে নিজে বড় ইনিংস খেলতে না পারলেও তামিমকে সঙ্গ দিয়েছেন ভালোভাবেই। তাদের উদ্বোধনী জুটিতেই এসেছিল ৬৩ রান। তবে শুভ আক্ষেপটা যে থেকেই গেল, বড় ইনিংস খেলা হলো না। ওয়ানডেতে অভিষেকের স্মরণীয় দিনটিকে যে বর্ণিল করে রাখতে পারলেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।