আমাদের কথা খুঁজে নিন

   

তামিমের ঘাড়ে ব্যথা, শামসুরের জ্বর

রোববার ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং করার সময় ঘাড়ে ব্যথা পান তামিম। সেদিন অনুশীলনের মাঝপথে মাঠ ছেড়ে হোটেলে ফেরেন তিনি। আর জ্বরের কারণে সোমবার অনুশীলন করেননি শামসুর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুটি টি-টোয়েন্টি খেলবে বুধ ও শুক্রবার। সোমবার অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের ব্যবস্থাপক এম এ আউয়াল চৌধুরী বলেন, “দুয়েক জনের ছোটখাটো সমস্যা থাকলেও বাকি সবাই সম্পূর্ণ ফিট এবং খেলার জন্য প্রস্তুত।

“তামিমের ঘাড়ের ব্যথা নিয়ে কাজ করছেন ফিজিও। আশা করি, খেলতে কোনো সমস্যা হবে না,” যোগ করেন তিনি।

নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু জানান, জ্বরের কারণে অনুশীলন করেননি শামসুর।

রোববার বাংলাদেশের অনুশীলনের সময় মাঠেই ঢুকতে পারেননি সংবাদকর্মীরা। সোমবার মাঠে ঢুকতে কোনো বাধা না থাকলেও কোনো খেলোয়াড়ের সঙ্গে তাদের কথা বলতে দেয়া হয়নি।

ক্রিকেটারদের গণমাধ্যম থেকে দূরে রাখার ব্যাখ্যায় আউয়াল বলেন, “কোচ (শেন জার্গেনসেন) চান খেলোয়াড়রা টি-টোয়েন্টি সিরিজের দিকে মনোযোগ দিক। কালকের অনুশীলনের পর খেলোয়াড়দের গণমাধ্যমে কথা বলতে কোনো বাধা নেই। ”

তামিমের পদত্যাগের ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে বিসিবির এই পরিচালক বলেন, “এই ব্যাপারটা আমি জানি না। গণমাধ্যমে তামিম কি বলছেন, না বলছেন, আমি জানি না। ড্রেসিংরুমের অবস্থা ভালো।

কোনো রকমের ‘রিপার্কেশসন’ নেই। সব কিছুই ‘ফাইন’। ”

আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, পদত্যাগের ব্যাপারে তামিমের সঙ্গে কথা বলবেন। আউয়াল জানান, এই ব্যাপারটিও তার জানা নেই বলে।

মাঠের বাইরে যাই ঘটুক টি-টোয়েন্টি সিরিজের দিকেই এখন মনোযোগ ক্রিকেটারদের।

আউয়াল বলেন, “শ্রীলঙ্কা টি-টোয়েন্টির র‌্যাকিংয়ের শীর্ষ দল। ছেলেরা সবাই রোমাঞ্চিত, ওদের হারাতে পারলে বাংলাদেশের অবস্থান আরো ভালো হবে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।