আমাদের কথা খুঁজে নিন

   

আম্পায়ারিং নিয়ে শামসুরের ক্ষোভ

বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অজন্তা মেন্ডিসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন নাসির। অস্ট্রেলীয় আম্পায়ার পল রাইফেল মেন্ডিসের আবেদনে সাড়া দিলেও শামসুরের দাবি, বল নাসিরের ব্যাটে লাগেনি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে শামসুর বলেন, “আম্পায়ারের একটি বাজে সিদ্ধান্তের জন্য দিনটা আমাদের হয়নি। নাসির তখন আউট না হলে আমাদের হাতে একটা গুরুত্বপূর্ণ উইকেট থাকতো। দিনটাও ভালোভাবে শেষ করতে পারতাম।



মিরপুর টেস্টেও নাসির একবার ভুল সিদ্ধান্তে আউট হয়েছেন জানিয়ে শামসুর বলেন, “টিভিতে আপনারাও দেখেছেন, কী হয়েছে। বল ব্যাটে লাগেনি। সিদ্ধান্তটা ছিল বাজে। ”

নাসিরকে দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসাবে বর্ণনা করে শামসুর আরো বলেন, “এমন একজন ব্যাটসম্যান বাজে সিদ্ধান্তের বলি হয়ে ফিরলে পুরো দলকে ভুগতে হয়। ঐ আউট না দিলে দিনটা আমাদেরই হতো।



জীবনের প্রথম আন্তর্জাতিক শতক পেয়ে তিনি উচ্ছ্বসিত। তবে ১০৬ রানের ইনিংসটাকে আরো বড় করতে না পারার আক্ষেপও আছে শামসুরের।

“আমার পরিকল্পনা ছিল শতকের পর দীর্ঘ সময় ধরে ব্যাট করার। কিন্তু আমি আর ইমরুল দুজনই বাজে শট খেলে আউট হয়েছি। ঐ সময়ে আমার মারা উচিৎ হয়নি।

আমরা একটু সাবধানে ব্যাট করতে পারলে হয়তো দুই/তিনটা উইকেট কম পড়তো। ”

শামসুর মনে করেন, বাংলাদেশের আটের বদলে ছয় উইকেট পড়লে খেলার চিত্রটা ভিন্ন হতে পারতো। তবে মাত্র দুই উইকেট হাতে নিয়ে ১৭৮ রানে পিছিয়ে থাকলেও তিনি ম্যাচ বাঁচানোর ব্যাপারে আশাবাদী।

“আমাদের ব্যাটিংয়ে বড় ধরনের ধস না নামলে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। বাজে শট না খেললে এখানে আউট হওয়া কঠিন।

দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো বল করতে হবে, ওদের যতটা সম্ভব কম রানে বেঁধে রাখতে হবে। তারপর পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে হবে। ”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।