BLUETOOTH দিয়ে ফাইল ট্রান্সফার করা এখন একটা সাধারন বিষয় ।
ছোট হতে বড় সবাই এখন এই ব্লুটুথ নাম শুনলেই অনায়াসে বলতে পারবে এর কাজ কি ।
একটা ২০ মেগা বাইট এর ভিডিও গান ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে মিনিমাম ১ মিনিট । আর যদি সেটা ২০০ মেগাবাইটের হয়? দিনে দিনে যে হারে স্মার্ট ফোন বাড়ছে সে হারে বাড়ছে শেয়ারিং । বড় ডিসপ্লের মোবাইলের ভালো হাই ডেফিনেশন গান গুলো অনেক বড় সাইজের হয়ে থাকে ।
আমার মোবাইলের সব চেয়ে বড় গানটি ২২০ এমবি ।
এখন যে কেউ গানটি চাইতে পারে তবে হিসেব করলে ২০ মিনিট লাগবে ট্রান্সফার করতে ।
আর যদি সে আপনার মোবাইলের সব কটি ভিডিও গান বা অনেক বড় ফাইল চেয়ে বসে তখন কি করবেন??
দুইটা মোবাইলের ব্লুটুথ অন করে সেন্ড করে বসে থাকুন । ৩০ মিনিট পর দেখবেন সব ঠিকঠাক !!!
এটাই স্বাভাবিক । ।
কিন্তু.........
.........
............
............।
............। ।
...............। ।
যদি এই ৩০ মিনিটের কাজটা আপনি ১ মিনিটে করতে পারেন তাহলে কেমন হয় ?
এখন সবাই ভাবছেন কিভাবে করবেন ...
সুন্দর সিস্টেম কোন এপ্লিকেশন ছাড়াই,
এটি করবেন WiFi এর মাধ্যমে । আগে আপনার ডিভাইসে wifi direct আছে কিনা জানতে ডিভাইসটির স্পেসিফিকেশনে দেখুন। থাকলে অন্য একটি ডিভাইসে যেকোন ফাইল , ফাইল ম্যানেজার থেকে WiFi direct এর মাধ্যমে অনেক দ্রুত নিতে পারবেন ।
ফেসবুকে আমি নুরুল আলম নিশান
আমার গ্রুপ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।