আমাদের কথা খুঁজে নিন

   

স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদানে অগ্রগামী তারুণ্যকে একই সুতায় বাধাঁর প্রচেষ্টা......



জাতীয় সংসদ ভবন থেকে জাতীয় শহীদ মিনার পর্যন্ত বিবরণ বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান এবং মরনোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃত সন্ধানী প্রথম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করে ১৯৭৮ সালের ২ নভেম্বর, ঢাকা মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক এ। যেখানে ২৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিবসটি বর্তমানে বাংলাদেশে " জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরনোত্তর চক্ষুদানে উদ্ভুদ্ধকরন দিবস" হিসেবে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর দিবসটি পালিত হতে যাচ্ছে। তবে একটু ভিন্ন আঙ্গিকে। একটি সাইকেল র‌্যালীর মাধ্যমে...... Strategic Partners : 1) SANDHANI 2) Blood Soldier (রক্ত সৈনিক) 3) Green Bengal Cyclists 4) Sports Vision Ltd 5) Mastul - মাস্তুল 6) Doridro-Charity Foundation Media Partner : ATN Bangla GOOD NEWS FOR THE RIDERS........... We have ATN BANGLA with us as the MEDIA PARTNER for our event. Honorable Vice Chancellor of the Dhaka University Mr. AAMS Arefin Siddique will be present. We have Blood Soldier (রক্ত সৈনিক) Mastul - মাস্তুল SSMC Cyclists Green Bengal Cyclists Sports Vision as our strategic partners. SO RIDERS...... LETS MAKE IT A BIG ONE..... কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটি স্বেচ্ছায় রক্তদান এবং মরনোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী আয়োজন করতে যাচ্ছি । for any query please contact akib 01674306579,01777056004 র‌্যালীতে অংশগ্রহনকারীদের জন্য T shirt এর ব্যবস্থা থাকবে। সকলের অংশগ্রহন একান্তই কাম্য। বর্তমানে তরুনদের মাঝে সাইকেল নিয়ে অদম্য গতীতে এগিয়ে চলা এবং স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদানে অগ্রগামী তারুণ্যকে একই সুতায় বাধাঁর প্রচেষ্টা...... Popular TV programme আমরাই বাংলাদেশ- Aamrai Bangladesh has joined with us . Very very thanks to আমরাই বাংলাদেশ-Aamrai Bangladesh for being with us . https://www.facebook.com/aamrai.bangladesh Event link: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.