আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
কমন ওয়েলথ এ সদস্য পদ গ্রহণ করা কি আমাদের জন্য সম্মান জনক? এটা কি একসময় তাদের গোলামী করার স্বীকারোক্তিমূলক মালা গলায় পরা নয়? বৃটিশরা কিছু সুবিধা দিয়ে তদের প্রভূত্বের কলঙ্ক আমাদের কপালে লেপে দিলে সেটা মেনে না নিলে কি আমরা অচল হয়ে যাব? পাকিস্তানিদের আমরা শোষন করার জন্য ধিক্কার দেই। বৃটিশদের ১৯০ বছরের শোষনকে কেন আমরা ধিক্কার দেই না? বরং গর্বের সাথে কমনওয়েলথের আয়োজনে যোগ দেই? কেন এই দ্বিমুখিতা? তাহলে কেন আমরা গাই “কত তিতুমীর কত ঈসা খান, দিয়েছে জীবন দেই নি তো মান”? আমরা কি এই তিতুমীর এই ঈসা খানদের অসন্মান করছিনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।