আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ১০

৮ জানুয়ারি, ২০১৩: # কার লেখায় জানি পড়েছিলাম 'আমার দেশ' পত্রিকাটার নামটা অসম্পূর্ণ। সে 'আমার দেশ পাকিস্তান' হবে লিখে নামটা সম্পূর্ণ করেছিলো। তবে একটু আগে একটা খবর পড়ে মনে হলো দৈনিকটার নাম আসলেই অসম্পূর্ণ। এর সম্পূর্ণ নামটা হবে, 'আমার পশ্চাৎদেশ'। # ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি।

তবে খুব চেয়েছিলাম আন্দ্রেস ইনিয়েস্তা ব্যালন ডি অর জিতুক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর সাথে ইউরোর সেরা খেলোয়াড় হওয়ার পর ব্যালন ডি অর জেতাটাই যৌক্তিক ছিলো বলে মনে করি। ইনিয়েস্তাকে অনেকটা স্নাইডারের পরিণতি বরণ করতে হলো। এজন্যই ক্রিড়া সাংবাদিকদের ভোটের বদলে জাতীয় দলের কোচ-ক্যাপ্টেনের ভোট দেওয়ার নিয়মটার বদল চাই। যাই হোক, কোনো শিরোপা না জিতলেও ৯১ গোল করে জার্ড মুলারের রেকর্ড ভাঙা মেসিও ব্যালন ডি অরের দাবীদার।

# ১। প্রথমবারের মত শীতটা জ্বালাচ্ছে। কিছুক্ষণ খালি গায়ে থেকতে ইচ্ছে করতেছিলো। নাহ্ִ, মা বাড়িতে, বিয়ে করিনি, জ্বর-জ্বারি হলে বড় মুসিবতে পড়বো দেখে বাদ দিলাম। ২।

মা-বাপি বহাল তবিয়তে থাকার পরেও নানা দিকের খোঁজ খবর রাখতে হয় আজকাল ৭০০ কিলোমিটার দূরে থেকেও। মনে হয় দৈর্ঘে প্রস্থে না বয়সেও বেশ বড় হয়ে যাচ্ছি। ৩। মা অসুস্থ। অধিক অতিথিপরায়ন হতে গিয়ে ঠান্ডা কাশি বাঁধিয়ে বসে আছে।

মন কিঞ্চিৎ খারাপ। ৪। কদিন আগে পাকিস্তানি ক্রিকেটারদের কুকাম গুলো নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। পরে দেখি বিভিন্ন পেজে শেয়ার করছে। একটাতে একটা লিংক এনে দেখালো আমার আগেই প্রায় একই ধরণের কুকামগুলো নিয়ে কেউ একজন অনেক আগেই স্ট্যাটাস দিয়েছিলো।

খানিকটা মিলও পেলাম। একবার বলবো ভাবলাম লিখি, একটা সুন্দর পাখি নিয়ে দুটো শব্দ দুজনকে লিখতে বললে নিশ্চয়ই একজন লিখবে 'পাখিটা দারুণ' আরেকজন লিখবে 'পাখিটা চমৎকার'। পাকিস্তানি কুকামগুলো তো একই। ভিন্ন আর কী লিখবো? বলিনি। ঝগড়া ফ্যাসাদ এড়িয়ে চলি।

ফেসবুক ব্লগে গোস্যা করতে আসি না। যাই হোক, কিছু লেখার সময় আরও সতর্ক থাকার চেষ্টা করছি। ৫। ঘরে বসে থাকতে থাকতে ওজন বাড়তেছে। ওনেকদিন পর আজ মেপে দেখি ৩ কেজি বেশি।

৫। খুব পিঠা খেতে ইচ্ছে করতেছে কয়দিন ধরে। আর ইচ্ছে করতেছে একটা ট্যুরে বের হতে। জীবনে খানিকটা একঘেয়েমি এসে গেছে। সবকিছুতেই বিরক্তি ভাব চলে আসছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি সিলেট যাবো ঠিক করলাম। ৭ জানুয়ারি, ২০১৩: # সেই মাইকেল বেভান-অর্জুনা রানাতুঙ্গা-ল্যান্স ক্লুজনারের আমল থেকে একালের মহেন্দ্র সিং ধোনি, অনেক অনেক ফিনিশারকে দেখেছি জীবনে। কিন্তু আমাকে একজন, শুধুমাত্র একজন ফিনিশারকে বেছে নিতে বললে আমি বিনা দ্বিধায় মাইক হাসিকেই বেছে নিতাম। সবচেয়ে বড় আক্ষেপ বড় দু:সময়ে জন্মেছিলো তা না হলে ত্রিশ বছরের অনেক আগেই অভিষেক হয়ে যেত আর নামের পাশে অন্তত বিশ হাজার আন্তর্জাতিক রান না থাকাটাই হতো অস্বাভাবিক। বিদায় মাইক এডওয়ার্ড কিলেন হাসি।

বিদায় 'মিস্টার ক্রিকেট'। একজন সাধারণ ক্রিকেট অনুরাগী হিশেবে অসম্ভব মিস করবো। # ডিসকভারিতে একটা অনুষ্ঠানে দেখেছিলাম আফ্রিকান একটা উপজাতি সম্প্রদায় নিজেদের গোষ্ঠীর ব্যক্তিদেরও মেরে ফেলার অধিকার রাখতো। সম্প্রদায়টার রাজাপক্ষের কিছু ব্যক্তির বুকে একটা বিশেষ ট্যাটু করা থাকতো। এই ট্যাটু যাদের বুকে থাকতো তারা কোনো গোষ্ঠী সদস্যকে অন্যায় ভাবে মেরে ফেললেও বিচার হতো না।

এটাই নিয়ম। তবে অন্যরা করলে মৃত্যুদন্ড। 'আমার দেশ' পত্রিকার যুদ্ধাপরাধীদের বাঁচাতে কাবা শরিফ নিয়ে মিথ্যাচারের খবরটা পড়ে ডিসকভারির অনুষ্ঠানটার কথা মনে পড়ে গেলো। গায়ে জামাতি ট্যাগ আছে তাই কাবা শরিফ নিয়ে মিথ্যাচার করলেও একটা টু শব্দ শোনা যাবে না কিন্তু 'আলপিন' এ ট্যাগটা না থাকায় একটা কার্টুন আঁকাতে শুধু ফান ম্যাগাজিনটা বন্ধই হয়নি, কার্টুনিস্ট আরিফকে দেশটাও ছাড়তে হয়েছে বলেই জানি। এমনিতে 'আমার দেশ' পত্রিকা টয়লেট টিস্যু হিশেবেও ব্যবহার করার রুচি নেই আমার কিন্তু একই দেশে প্রায় একই ধরণের অপরাধে দুই ধরণের প্রতিক্রিয়া দেখা যথেষ্ট কষ্টকর।

৯ জানুয়ারি ২০১৩: # সে অনেক অনেক কাল আগের কথা। কোনো এক প্রাগৈতিহাসিক যুগে দিনাজপুরের একটা মেয়েকে একপাক্ষিক পছন্দ করতাম। এরপর গড়িয়ে গেছে কত শত সহস্রাব্দ। ব্রেইনের হিপ্পোক্যাম্পাস ভুলে গেছে সব আন্দোলন, সেই কবেই। ক'দিনের আবেগে তৈরি হওয়া অনাবাদি জমিটাও বেদখল হয়ে গেছে বহু বছর হতে চললো।

আজ শুনলাম দিনাজপুরে তাপমাত্রা ৩.২ ডিগ্রিতে নেমে এসেছে যা বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তাই এই দুর্দিনে তার কথা মনে পড়ে গেলো। আহা বেচারি! এই শীতে কী কষ্টেই না আছে। বোকা বালিকা, আমার চোখের ভাষা যদি পড়তে পারতি তাহলে এতো কষ্ট করতে হয় আজ? দু'-চারটা সুয়েটার-মাফলারে লুকাতে হয়? জানিস, খুলনার তাপমাত্রা ৯.৫ ডিগ্রি? # # ১। চার-পাঁচ বছর আগে যখন ফেসবুক আইডি খুলেছিলাম তখন মাঝে মাঝে গান লিখে স্ট্যাটাস দিতাম।

আজ একটা গান স্ট্যাটাস দিতে মন চাচ্ছে কিন্তু শীত নিয়ে কোনো গান মাথায় আসছে না। বর্ষা নিয়ে এত গান, গ্রীষ্ম নিয়ে গান, আষার-বৈশাখ নিয়ে গান অথচ ঠান্ডা বা পৌষ-মাঘ নিয়ে গানই খুঁজে পাচ্ছি না! ২। প্যারালাইসিসের পেশেন্ট দেখেছি। তাদের অনুভূতি আজ টের পেলাম। রাতের খাবার খেয়ে হাত ধোয়ার পর মিনিট পাঁচেক ডান হাতে কোনো সেনসেশন ছিলো না! ৩।

সারা দিনে সবমিলে এক গ্লাস পানিও খাই নাই অথচ চার-পাঁচ বার প্রস্রাব করতে যেতে হয়েছে! ৪। খানিকটা সর্দি লেগেছে। তাই মাঝে মাঝে মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে। সিগারেট না খেলেও মুখ থেকে ওরকমই ধোঁয়া বেরোচ্ছে। আমার মুখের মধ্যে নিশ্চয়ই আগুন জ্বলছে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.