আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে ফেইসবুকে ২০০ লাইকের উপরের পেইজের নাম পরিবর্তন ও দুটি পেইজ Merge করবেন।

ফেইসবুকে পেইজ এডমিনদের মাঝে নতুন ক্রেজ শুরু হয়েছে,২০০ লাইকের উপরের পেইজের নাম পরিবর্তন করা বা ২ টা পেইজ এর লাইক এক সাথে করা, কিন্তু সবাইতা করতে জানেনা আর এই সুযোগ নিয়ে কিছু মানুষ কম টাকায় ছোট পেইজ কিনে নিজের বড় পেইজের সাথে এক করে লাইক বাড়াচ্ছে আর কিছু পাবলিক পেইজ এই কাজটি করা বাবত ৫০০ থেকে ১০০০ টাকা কামাই করছে।
দুটি একি নামের এবং একি জায়গার পেইজ এক সাথে করার অপশন ফেইসবুকে বেশ আগে থেকেই আছে কিন্তু তা শুধু মাত্র  আমেরিকার ব্যাবহার কারিদের জন্য,আজ এই টিউনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে বসে দুটি পেইজ এক সাথে করা যায় তা শিখবো।
এই সুবিধা যেহেতু সবার জন্য প্রযোজ্য নয় তাই আপনাকে প্রথমে US  এর ব্যাবহার কারি হতে হবে আর এই কাজটি করারা জন্য আপনার ফায়ার ফক্সে  anonymoX  নামের এডঅনটি ইন্সটল করে ফায়ার ফক্স রিস্টার্ট করুন,নিছের ছবির মতন একটি আইকন দেখতে পারবেন সেখানে আপনার আইপি হিসেবে ইউ এসের আইপি us1 সিলেক্ট করে Change Identity বাটনে ক্লিক করুন।


যে পেইজ ২টি এক সাথে করতে চান সেগুলো তে প্রবেশ করে ড্রপ ডাউন মেনু থেকে Upadate Page Info তে সিলেক্ট করুন, ক্যাটাগরি অপশনে যে কোন একটি ক্যাটাগরি সিলেক্ট করুন যাতে এড্রেস চায় ( খেয়াল রাখবেন জাতে দুটি পাইজের ক্যাটাগরি একি হয়)।
হয়)।



এবার গুগলে সার্চ করে us এর যে কোন জায়গার এড্রেস যিপ কোড সহ কপি করে এড্রেস অপশনে পেস্ট করে ওকে করুন।
এখন আপনি দুই ভাবে পেইজ মারজ করতে পারবেন ফেইসবুকে রিকুয়েস্ট পাঠিয়ে অথবা মেন্যুয়লি,নিচে আমি দুটিই দেখাব।
(১)এই লিঙ্কে যান  [URL=https://www.facebook.com/help/contact/238908726149664[/URL]    প্রথমে যে পেইজটি রাখতে চান তা ড্রপ ডাউন মেন্যু থেকে সিলেক্ট করে নিন
আর নিচে বক্সে পেইজ এড্রেস/পেইজ আইডি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন সবকিছু ঠিক থাকলে ২৪ ঘণ্টার মধ্যে হয়ে যাবে।
(২)প্রথমে আপনার পেইজে যান এক বারে উপরে দেখবেন একটি লাইন আছে Acting as (your page name) change to (Your self) এ ক্লিক করে পেইজটি আপনার পেইজের বদলে আপনার আইডি দিয়ে চালান,
এবার ড্রপ ডাউন মেন্যু থেকে Page Setting এ ক্লিক করলে

নতুন পেইজ আসবে সেখানে নিচে MERGE নামে একটি অপশন আছে তাতে ক্লিক করুন
নতুন ট্যাব আসবে সেখানে  ক্লিক বক্সটি সিলেক্ট করুন ড্রপ ডাউন মেন্যু আসবে এবার যে পেইজটি রাখতে চান তা সিলেক্ট করুন এবার নিচে আরেকটি সিলেক্ট বক্সে ক্লিক করলে


৫টি ড্রপ ডাউন মেন্যু আসবে সেখানে যে পেইজ গুলো একসাথে করতে চান সেগুলো সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন আশা করি ২৪ ঘণ্টার মধ্যে আপনার লাইক এবং চেকইন সেই পেইজ গুলো থেকে আপনার প্রাইমারী পেইজে ট্রান্সফার হয়ে যাবে।
লক্ষণীয় বিষয় গুলো হল...
০.২০০ লাইকের উপরের পেইজের নাম পরিবর্তন করার জন্য নতুন একটি পেইজ খুলে তাতে লাইক ট্রান্সফার করুন।


১.এই অপশন দেয়া হয়েছে  একি প্লেইসের পেইজ এক সাথে করার জন্য তাই আপনার পেইজের নাম যত সিমিলার পেইজ মারজ হবার সম্ভাবনা ততই বেশি।
২.যেই পেইজ গুলো মারজ করতে চান আপনাকে তার ম্যানেজার হতে হবে।
৩.যে পেইজটি মারজ করবেন শুধু মাত্র তার লাইক আর চেকইন ট্রান্সফার হবে বাকি সব পোস্ট ডিলিট হবে যাবে।
৪.কেউ যদি ২টি পেইজেই লাইক দিয়ে থাকে তাহলে ১টি লাইক কাউন্ট হবে,এখানে কিছু লাইক হারানোর সম্ভাবনা আছে।
৫.পেইজ মারজ না হলে বারবার করার চেস্ট করবেন না তাতে পেইজ ব্লক হবার সম্ভাবনা আছে।


৬.একবার সাবমিটে ক্লিক করলে আন ডান করার কুনো অপশন নেই তাই ভেবে চিন্তে কাজটি করবেন। ।
৭. ভালো লাগলে একটি ধন্যবাদ দিয়েন বাট পোস্টি নিজের বলে চালিয়ে দিবেন না.....

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.