আমাদের কথা খুঁজে নিন

   

দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে নৌকায় ভোট দিন: জয়

নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলে দুই দিনের সফরের অংশ হিসাবে সিরাজদিখানের নিমতলা বাজারে ঢাকা-মাওয়া মহাসড়কে এক পথ সভায় তিনি এ আহ্বান জানান।
জয় বলেন, “বিরোধী দল হুমকি দিচ্ছে, আগামী হরতালে ৪০ জনের মৃত্যু হবে। বিএনপি-জামায়াত এখন সন্ত্রাসী দল হয়ে গেছে। তাদের আমলে যে সন্ত্রাস দেশে হয়েছে, তাই এখন করছে। ”
নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দল যে হরতাল করছে, তাতে জামায়াত-শিবির কর্মীদের পাশাপাশি হুজিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদেরও রাস্তায় নামানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


নিমতলা বাজারে উপস্থিত নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে জয় প্রশ্ন রাখেন, “তারা (বিএনপি-জামায়াত জোট) আবার ক্ষমতায় এলে সন্ত্রাস জঙ্গিবাদ ফিরিয়ে আনবে। সেটা কি আমরা করতে দেব?”
আগামী দশম সংসদ নির্বাচনে আয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, “বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য আপানারা নৌকায় ভোট দেবেন। যাতে যুদ্ধাপরাধীরা আর মন্ত্রী হতে না পারে, সেজন্য নৌকায় ভোট দেবেন।
প্রধানমন্ত্রীর ছেলে প্রতিশ্রুতি দেন, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় গেলে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। বাংলাদেশ হবে যুদ্ধাপরাধীমুক্ত।


“বিরোধীদলীয় নেত্রী বলেছেন, তারা ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবেন। সেটা আমরা হতে দেব না”।
শুক্রবার সকাল সাড়ে ৯টার জয়ের গাড়িবহর গণভবন থেকে গোপালগঞ্জের পথে রওনা হয়। সাদা পাঞ্জাবি ও মুজিব কোট পরিহিত জয় আছেন একটি সাদা রংয়ের মর্সিডিজ বেঞ্চ গাড়িতে।
শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাংসদ শেখ হেলাল উদ্দিন এই সফরে জয়ের সঙ্গে রয়েছেন।


যাত্রাপথে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যানার-পোস্টোর হাতে জয়কে স্বাগত জানান। কয়েকটি স্থানে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয় প্রধানমন্ত্রীর ছেলেকে।    
গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন জয়।
গোপালগঞ্জের পথে শ্রীনগর, মাওয়া ঘাট, ভাঙ্গা, শিবচর ও মকসুদপুরে পথসভা ও কর্মীসভা করবেন আওয়ামী লীগ সভাপতির ছেলে। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

 
গোপালগঞ্জে রাত কাটিয়ে শনিবার জয় রওনা হবেন আরো দক্ষিণে। বাগেরহাট ও খুলনা হয়ে তিনি যশোরে যাবেন। পথে অংশ নেবেন বেশ কেয়েকটি পথসভা ও কর্মীসভায়।
নির্বাচন সামনে রেখে সরকারের উন্নয়নের কথা মানুষকে জানাতে এর আগে গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর বৃহত্তর মংমনসিংহে প্রচারাভিযান চালান জয়। বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নিয়ে অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট দেয়ারও আহ্বান জানান তিনি।


যুক্তরাষ্ট্রপ্রবাসী জয় সেখানে পরিবারের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়ে গত ৩০ অক্টোবর আবার দেশে ফেরেন।   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।