যুক্তরাষ্ট্র শেষপর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে গোয়েন্দা ও আড়িপাতার বিষয়ে দেশটি বাড়াবাড়ি করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বাড়াবাড়ির বিষয়টি খোলামেলাভাবে স্বীকার করেছেন।
এছাড়া, জার্মানির মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলো বিরুদ্ধে ভবিষ্যতে আর আড়িপাতা ও গোয়েন্দা তৎপরতা চালানো হবে না বলেও এ বিবৃতিতে আশ্বাস দেয়া হয়।
তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে মার্কিন গোয়েন্দা ততপরতা সীমা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০০১ সালের পর থেকে আড়িপাতার কারণেই নতুন করে সন্ত্রাসী হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।
অবশ্য এ দাবির প্রেক্ষাপটে বিস্তারিত কিছু বলা থেকে বিরত ছিলেন কেরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।