দেশ-বিদেশে সমালোচনার পরও নাগরিকের টেলিফোন ও অনলাইন তৎপরতায় বেশি করে আড়িপাতার অনুমোদন দিয়েছেন মার্কিন আদালত। গত শুক্রবার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর বিষয়টি নিশ্চিত করে।
এনএসএ পরিচালক জেমস ক্ল্যাপারের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন সরকার টেলিফোনে আড়ি পেতে আরও তথ্য সংগ্রহ করতে পররাষ্ট্র গোয়েন্দা নজরদারিবিষয়ক আদালতে একটি আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়, ‘জনগণের স্বার্থ নিশ্চিত করতে’ আদালতের অনুমোদনের বিষয়টি সর্বসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন এনএসএ পরিচালক। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।