আমাদের কথা খুঁজে নিন

   

পিসি অগ্রদূতের জীবনাবসান

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইলিনয়েসের লেক ফরেস্টে ১৯ অক্টোবর হৃৎক্রিয়া বন্ধ হয়ে লোউয়ির জীবনাবসান হয়।
লোউয়ি যুক্তরাষ্ট্রের ল্যাফেট্টি কলেজে পড়াশোনা করেন পদার্থবিজ্ঞান বিষয়ে। ১৯৬২ সালে তিনি প্রোডাক্ট টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন আইবিএম-এ। সেখানে তিনি ২৬ বছর কাজ করেন।

আইবিএম-এর প্রথম পার্সোনাল কম্পিউটার নির্মাণে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিল ১২ সদস্যের প্রকৌশলী দল।
১৯৭৫ সালে তিনি কোম্পানির জেনারেল সিস্টেমস ডিভিশনের ডেভেলপমেন্ট ও উৎপাদন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লোউয়ি।
১৯৮১ সালে আইবিএম ৫১৫০ নামে প্রথম পার্সোনাল কম্পিউটার বাজারে নিয়ে আসে। এটি বাজারে আসার প্রথম বছরেই দুই লাখ ৫০ হাজার ইউনিটের বেশি বিক্রি ছাড়িয়ে যায়। এর আগে আইবিএম বিশালাকার মেইনফ্রেম কম্পিউটার নির্মাতা হিসেবে পরিচিত ছিল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.