আমাদের কথা খুঁজে নিন

   

গাছের পাতায় স্বর্ণ

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ার একদল গবেষকের গবেষণায় এ বিষয়টি উঠে এসেছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, পানি শোষণের সময় গাছ মাটির গভীরে থাকা স্বর্ণের অণুগুলো ভেতরে টেনে নেয়। ফলে কিছু গাছের পাতা, ডাল এবং বাকলে এর অণু পাওয়া যায়।
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) জিওকেমিস্ট ড. মেল লিনটার্ন  জানিয়েছেন, তাদের হিসেব অনুযায়ী শুধু একটি স্বর্ণের আংটি বানাতেই এরকম অণুবিশিষ্ট পাঁচশ’ গাছের প্রয়োজন হবে।
গবেষকদের মতে, এরকম উপায়ে পৃথিবীর অভ্যন্তরে লুকানো পদার্থের সঠিক অবস্থান খুঁজে বের করা সম্ভব হবে। এ সংক্রান্ত গবেষণাটি নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে ডক্টর লিনটার্ন বলেছেন, “আমরা অস্ট্রেলিয়া এবং বিশ্বের বিভিন্ন জায়গায় সহজ উপায়ে গচ্ছিত বস্তু খুঁজে বের করেছি। আর এখন নদী এবং বালিয়াড়ির গর্ভে অবস্থিত বস্তু খুঁজে বের করার চেষ্টা করছি। আর গাছ এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের সাহায্য করছে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।