আমাদের কথা খুঁজে নিন

   

জিন্সের প্যান্ট/জেঙ্গিস আর টি-শার্ট ছাড়াইয়া এবার পোলাগো লুঙ্গি লৈয়া টানাটানি

এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... হায়রে দুনিয়া,, শ্লার ছাড়ুখ কান এইবার মাইয়্যাগো লগে লুঙ্গি পৈরা লাফাইন্যা শুরু কৈরা দিলো। এমনিতে সব জিনিসের দাম বাড়তি। কি যে কাহিনী কপালে আছে কে জানে। লগে লুঙ্গি সমিতির ভাই বেরাদারগণ কিছু কৈতাছে না কেনো। আহেন আমরা লুঙ্গির এহেন সংস্কারের বিরুদ্ধে তেব্র আন্দোলনের ডাক দেই।

আমরা এবার যামু কৈ। এদ্দিন জিন্সের প্যান্ট আর একখান জ্যাকেট চাপাইয়া বাইর হৈতাম মনে সুখে। বাইকের ছিটে বসতে পারলেই কেল্লা ফতে। কাল হৈয়া দাড়াইলো। মাইয়্যারা জিন্সের প্যান্টের পারমিট পেটেন্ট লৈয়া বৈলো।

ছাইড়া দিলাম। তারাও আপোস রফায় খুশি হৈয়া আমাগের জিন্সরে একটু কাস্টমাইজ কৈরা লৈল। পরে দেখি হেইডা হৈয়া গেছে জেঙ্গিস। আর টি-শার্টের কথা তো কমুই না। হেইডা পরতে গেলেই বন্ধূ জিসানের কথা মনে হৈয়া বুকের ভিত্রে ছ্যাত কৈরা উঠে।

কইলজ্যায় মোচড় মারে। হ্যাতে তার ডার্লিং এর জন্য একখান টি-শার্ট কিন্সিল হেইকানে লিখাছিল ... লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও আইমিন কালকুত্তার বাংলা ছবির ডায়লগ তার জানের জান পরানের পরাম হেই টি-শার্ট তো পরেই নাই। মাগার তারে শাস্তিস্বরূপ ঐডা পরনে বাধ্য করছে। আরকে দুস্ত মুফিদ হেইদিন তার বান্ধবীর লাইগ্যা অপেক্ষা করতেছে হাতির ঝিলে। অনেকক্ষণ পর বিরক্ত হৈয়া ফোন দেয়।

হ্যাগা জানফাকি.. তুমি কুত্তি উত্তর আহে.. আবুল কুনহানকার (ক্রিকেটার আবুল নয়) আমি আইয়্যা তোমার লাইগ্যা খাড়াই আছি কতক্ষণ হৈল। তুমি এখন কও ঝানপাকি। ঘুষাইয়া ইশমার্ট চেহারা নাকাল কৈরা দিমু। মুফিদ চেইত্যা কয় তুমি কুতায় আমি তো এখানে একটা নীল জ্যাকেট আর জিন্স পরা পুলা বাদে কাউরে দেখি না। পুলাডার মাথায় একটা হাফ লেডিস মার্কা টুপিও আছে।

কথা শ্যাষ না হৈতেই মুফিদ দেখে ঐ পুলাডা টকাশ কৈরা ঘুইরা দাড়াইলো। হ্যাতে আর কেউ না তারই ঝানপাকি এমনি হাজারো কাহিনী ঘটতাছে প্রতিনিয়ত। এরমাঝে লুঙ্গিই ছিল একমাত্রা ভরসা। এই লুঙ্গিতে আমরা নারীপুরুষ চিনিতে ভুল করিতাম না। দুইখান শুভ্র লুঙ্গিখণ্ডে আব্রু করার পাশাপাশি আন্দোলন সানাইতেন বরেণ্য আবুল মকসুদ।

আমরা না হয় এডজাস্ট কৈরা লমুনে। আন্নের কি হপে... ওরে আমারে ধর আমাগের সৈয়দ আবুক মকসুদ কাক্কুর কি হপ্পে। . এদিকে শোনা যাইতেছে.... আসছে শাহরুখ-দীপিকার 'চেন্নাই এক্সপ্রেস' লগে লুঙ্গির উপর চাপ কমাইতে আবুল মকসুদের নতুন স্টাইল একদম ফ্রি  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.