আমাদের কথা খুঁজে নিন

   

বিকালেই সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

শনিবার ১৮ দলীয় জোট ৪, ৫ ও ৬ নভেম্বর হরতাল ডাকার পর ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছিলেন, পরীক্ষা হবে কি না- তা রোববার পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
এর কয়েক ঘণ্টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টায় নিজের সরকারি বাড়িতে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মন্ত্রী।
হরতালের ঘোষণা দেয়ার সময় নাহিদ সিলেটে নিজের এলাকায় ছিলেন। পরিস্থিতি দেখে দুপুরেই বিমানে ঢাকার পথে রওনা হন তিনি।  
ঢাকায় রওনা হওয়ার আগে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের কাছে হরতালের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।


আগামী ৪ তারিখ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যাতে অংশ নিচ্ছে ২১ লাখ শিক্ষার্থী। এর প্রথম দুটি পরীক্ষাই হরতালের মধ্যে পড়েছে।
পরীক্ষার মধ্যে হরতাল না দিতে বিরোধী দলের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, “জেএসসি পরীক্ষা শুরুর দিনে বিরোধী দলের হরতাল ‘অমানবিক ও অসভ্যতা’।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি) “নতুন প্রজন্মকে ধ্বংস করে দিতেই বিরোধী দল এমন বিবেকহীন ও দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি দিয়েছে।


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি)
নির্দলীয় সরকারের দাবিতে ৪ থেকে ৬ নভেম্বর হরতাল দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
৪ নভেম্বর সোমবার জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে।
আর জেডিসিতে ৪ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আরবি প্রথম পত্রের পরীক্ষা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।