আমাদের কথা খুঁজে নিন

   

বিকালেই চিঠি পাবেন আ.লীগের প্রার্থীরা

দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানান, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরের পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর রাজনৈতিক কার্ালয়ে প্রার্থীদের হাতে এই চিঠি তুলে দেবেন।
১১ নভেম্বর শেখ হাসিনার নামে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত বুধবার থেকে দুই দিনের টানা বৈঠকে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন দলটির পার্লামেন্টোরি বোর্ড।
১১ নভেম্বর শেখ হাসিনার নামে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সৈয়দ আশরাফুল ইসলাম
এই বোর্ডের সদস্য তোফায়েল আহমদ গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগ ৩০০ আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করবে। তারপর ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির আলোচনায় যাবে।
৫ জানুয়ারি ভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে, তাতে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সময় রয়েছে ২ ডিসেম্বর পর্যন্ত।
অর্থাৎ আগামী সোমবারের মধ্যে প্রার্থী মনোনয়নের বিষয়ে শরিকদের সঙ্গে সমঝোতায় আসতে হবে আওয়ামী লীগকে। 
আওয়ামী লীগের কার্নির্বাহী সংসদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ট্র্যাটিজিক কারণে আমরা এখন ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের চিঠি দিচ্ছি। ১৪ দলের সঙ্গে আলোচনা করে আমরা যে সব আসনে ছেড়ে দেব, সেসব আসনে আমাদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।”
৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বেঁধে দিয়েছে নিবাচন কমিশন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।