জার্মান বুন্দেসলিগায় স্ট্রাইকার লেভানদোভস্কির হ্যাটট্রিকে স্টুটগার্টকে গুড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। গতকাল শুক্রবার রাতে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে দলটি।
দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। ৯ গোল করে এখন লিগের সর্বোচ্চ গোলদাতা পোল্যান্ডের এই ফরোয়ার্ড।
ডর্টমুন্ডের আধিপত্যের এই ম্যাচে প্রথমে কিন্তু এগিয়ে গিয়েছিল স্টুটগার্ট।
কর্নার থেকে হেডে করিম হাগ্গুই গোল করলেও অতিথিদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
এরপরই তিন মিনিটের মধ্যে দুটো গোল করে এগিয়ে যায় ডর্টমুন্ড। ডিফেন্ডার পাপাস্তাথোপাউলস হেডে সমতা আনার পর একক প্রচেষ্ঠায় গোল করেন মার্কো রয়েস।
বিরতির নয় মিনিট পর রয়েসের টোকা থেকে প্রথম গোলটি করেন লেভানদোভস্কি। দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড।
ম্যাচের ৭২ মিনিটে স্টুটগার্টের ডিফেন্ডারদের আরেকবার পরাজিত করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
ম্যাচের ৮১ মিনিটে স্বাগতিকদের শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা পিয়েরে-এমেরিক আউবামেইয়াং।
উল্লেখ্য, ২৮ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে গতবারের রানার্সআপ বরুশিয়া। অবশ্য চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের শনিবারের ম্যাচে তা পুনরুদ্ধার করার সুযোগ রয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।