সেলিম মো: রুম্মান
আমির খান : ( ক্লাসে বসে হাসছিলো । )
টিচার : আপনি হাসছেন কেন ?
আমির : অনেকদিন থেকেই ফেসবুকের পেজ
অ্যাডমিন হওয়ার ইচ্ছা ছিলো । আজ হয়েছি ।
খুব মজা লাগতেছে স্যার !
টিচার : বেশী মজা নেয়ার দরকার নাই । টেল মি ,
হোয়াট ইজ পোস্ট ?
আমির : এনিথিং দ্যাট ইজ পোস্টেড অন ফেসবুক
ইজ পোস্ট স্যার ।
টিচার : ক্যান ইউ প্লিজ এলাবোরেট ?
আমির : স্যার , পাবলিক ফেবুতে যাই ই দেয় ,
তাই পোস্ট । ঘুরতে গেলাম , ফটো দিলাম ।
পোস্ট স্যার । ম্যাচ দেখতে গেলাম , স্কোর
দিয়ে দিলাম । পোস্ট স্যার ।
আসলে পোস্ট
আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ।
ক্যাটরিনার পিক থেকে রোনালদোর কিক পর্যন্ত ,
সব পোস্ট স্যার !
এক সেকেন্ডে কমেন্ট , এক
সেকেন্ডে লাইক । কমেন্ট-লাইক , কমেন্ট-
লাইক!
টিচার : শাট আপ ! অ্যাডমিন হয়ে এগুলা করবা ?
কমেন্ট-লাইক , কমেন্ট-লাইক ?
চতুর তুমি বলো তো ।
চতুর : পিকচার , টেক্সটস্ অর ভিডিওস পোস্টেড
থ্রো মোবাইল অর ট্যাবলেট অর ল্যাপটপ অর
ডেস্কটপ উইথ ডিফারেন্ট অপারেটিং সিস্টেম
ইউজিং ইন্টারনেট অন ফেসবুক ইজ কলড্ আ
পোস্ট।
টিচার : বাহ !
আমির : কিন্তু স্যার , আমিও তো সেটাই বললাম
সোজা ভাষায় ।
টিচার : সোজা ভাষায় বলতে চাইলে অন্য
কোথায় গিয়ে বলো, পেজের অ্যাডমিন হয়ে নয়।
আমির : কিন্তু স্যার অন্য অ্যাডমিন রাও তো...
টিচার : গেট আউট !
আমির : ওহ , হোয়াই স্যার ?
টিচার : সোজা ভাষায় বেরিয়ে যান ।
(আমির চলে যেতে গিয়ে আবার ফিরে আসবে)
টিচার : কি হলো ?
আমির : একটা কাজ ভূলে গেছিলাম স্যার ।
টিচার : কি ?
আমির : এন ইউটিলিটি বাটন দ্যাট গিভ আস টু
প্রোটেক্ট আওয়ার প্রাইভেট ডেটা , পিকচার ,
মেসেজ অর পার্সোনাল ইনফরমেশন ফর
বিয়িং স্টোলেন অর ইউজড ফর ব্যাড পারপাস
বাই হ্যাকারস অর অ্যানিওয়ান এলস্ ।
টিচার : কি বলতে চাও ??
আমির : লগআউট স্যার , লগআউট!
করতে ভূলে গেছি !
টিচার : তো সোজা ভাষায় বলতে পারো না ?
আমির : কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম স্যার ,
কিন্তু সোজা সোজা আপনার পছন্দ হয় নাই !
(সংগৃহীত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।