সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ সংক্রান্ত গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সারের গবেষকরা।
ব্রিটেনে ২০ পাউন্ডের কম লেনদেনের বেলায় অনেক ক্ষেত্রে পিন কোড দেওয়ার দরকার পড়ে না। ওই কার্ডগুলোর ডেটা পড়তে হলে কার্ডটি স্ক্যানারের অন্তত ১০ সেন্টিমিটার বা আড়াই ইঞ্চির মধ্যে আনতে হয়। অথচ গবেষকদের একজন থমাস পি ডিয়াকস ৪৫ সেন্টিমিটার দূর থেকেও কার্ডের তথ্য সংগ্রহ করতে পেরেছেন।
এ প্রসঙ্গে প্রধান অ্যাকাডেমিক কর্মকর্তা ড. জোহান ব্রিফা জানিয়েছেন, নিরাপত্তা ফিচারের উপরে আমরা কতটুকু নির্ভর করতে পারি, আমাদের ফলাফলে আমরা তা জানতে পেরেছি।
অন্যদিকে যুক্তরাজ্যের কার্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতারকরা এভাবে এত তথ্য সংগ্রহ করতে পারবে না যা ক্ষতির কারণ হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।