আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি বিএনপির

শনিবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পুলিশ বিভিন্ন স্থানে মিছিলে হামলা চালিয়েছে। অনেক নেতা-কর্মীকে জখম ও আহত করা হয়েছে। ”
তিনি জানান, শনিবার সারাদেশে পুলিশ দুই শতাধিক গ্রেপ্তার এবং এক হাজারের অধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি পালনকালে সারাদেশে গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা শনিবার উপজেলা ও থানা পর্যায় বিক্ষোভ সমাবেশ-মিছিল হয়।


রিজভী জানান, রাজধানীর আসুলিয়া থানায় দলের নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ফাইল ছবি এছাড়া রাজধানীর লালবাগ, পল্লবী, শ্যামপুর, শাহবাগ, তেঁজগাঁও, সবুজবাগ, চকবাজার, কোতয়ালী, সিদ্দিশ্বরী, মীরপুর, উত্তরা, আদাবর, শরীয়তপুর, সিলেট, বরগুনা. চট্টগ্রাম (উত্তর) প্রভৃতি স্থানে মিছিল-সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে। সারাদেশে পুলিশি হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে।
ফাইল ছবি
অবিলম্বে আটক নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, “সরকার দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশটাকে কসাইখানায় পরিণত করেছে।

তারা ভয়ংকর নৈরাজ্যের দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.