তাশফী মাহমুদ
ভদ্রবেশে সভা-সমাবেশে চুরি করে এমন পাঁচজন চোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর একটি অভিজাত হোটেলে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা চুরির দৃশ্য দেখে তাদের গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন—কালিশংকর, ইলিয়াস খান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন ও সোহেল।
আজ সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এঁদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় সিটিটিভিতে ধারণ করা দৃশ্যও দেখানো হয়।
গ্রেপ্তার পাঁচজন পুলিশের কাছে স্বীকার করেছেন যে গত দুই বছর তাঁরা বিভিন্ন সংবাদ সম্মেলন, সেমিনার, কর্মশালা ও মেলায় ঢুকে জিনিসপত্র চুরি করেন। যে পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাঁদের চারজনই বলেছেন, এটাই তাঁদের মূল পেশা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চুরি হওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে এঁদের গ্রেপ্তার করা হয়। এরপর ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখা হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ১৩০ ইউরো এবং ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।