আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে 3D Print করবেন

গুরু সিরাজ সাঁই

নিজে নিজেই 3D Printer দিয়ে আপনার মনের মত করে নিখুঁতভাবে জিনিস তৈরী করুন। অনেক লোক আছেন যারা ম্যাগাজিনে বা পত্রিকায় কোন ফটো দেখে সেটা কেনার জন্য শ'খানেক দোকানে ঘুরে বেড়ায় তবুও এক্সাট জিনিসটা খুঁজে পায় না, এখন ঘুরাঘুরির দিন শেষ! প্রযুক্তি এখন আপনার হাতে [প্রফেসরের কাছে শুনেছি, মহাকাশ স্টেশনে নভোচারীরা খাবার প্রস্তুত করে 3D Printer দিয়ে] 3D Print এর জন্য আপনাকে যা যা করতে হবে: UG NX software দিয়ে প্রথমে নিজের কাঙ্খিত জিনিসের ডিজাইন করুন,এরপর File এ গিয়ে Export এ ঢুকে STL File [stereo lethography] হিসেবে সেভ করুন। এটা করতে গিয়ে নিচের ছবির মত আসবে- ওকে করার সময় যে নাম দিয়ে সেফ করবেন সেই একই নাম নেক্সট ধাপেও দিবেন ওকে করে নেক্সট ধাপে অবজেক্ট সিলেক্ট করবেন এবার থ্রি ডি প্রিন্টারের সাথে যে সফ্ট দিছে সেটা ওপেন করে STL file টা খুলুন আমাদের ল্যাবে যে থ্রি ডি প্রিন্টার আছে ওটার ব্র্যান্ড নাম UP, একটা বিষয় দেখে খুব অবাক হইছি এর ম্যানুয়াল ইংলিশ চাইনিজ দুই ভাষায়ই আছে কিন্তু সফ্ট ইনস্টল করার সময় শুধু চৈনিক ভাষা! আপনি যে dimension এর প্রোডাক্ট বানাতে চান সেটা যদি প্রিন্টারের ক্ষমতায় কুলায় তাইলে এই ঘরের ভিতরে বইবো অন্যথায় সেট হবে না। আমরা একটা জগ বানাইছি, ম্যাটেরিয়ালস হিসেবে প্লাস্টিক ব্যবহার করেছি; দেখুন ছবির বাম পাশে সুতার রিলের মত [দাম ৩০০ ইউয়ান],এই প্লাস্টিকের তার গলানোর জন্য হিটার আছে [ছবিতে ফ্যানের পাশে],এখানে আমরা ১১৬ ডিগ্রী সেলসিয়াস সিলেক্ট করে দিয়েছিলাম; প্লাস্টিক মোল্ড Nozzle দিয়ে যখন বের হয় তখন ঐ টুল হোল্ডার বিভিন্ন axis এ মুভ করে আপনার সাধের জিনিস বানিয়ে দিবে! Material waste হয় না বললেই চলে, খুবই সামান্য প্রিন্ট শুরু হওয়ার আগে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে সফ্টওয়্যার টা আগেই বলে দিবে জিনিসটা বানাতে কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, এই জগ বানাতে আমাদের ২৭ গ্রাম প্লাস্টিক লেগেছে চাইনিজ ভাষা! UG NX ছাড়াও Pro E.দিয়েও করা যাবে থ্রি ডি প্রিন্ট করার সময় শিক্ষকরে জিগাইলাম 'লাও-শি, ক্ষয়-ই তা-ইন মেই ন্যূ মা' মানে প্রফেসর ,আমরা কি এই আচানক মেশিন দিয়া পরমা সুন্দরী কইন্যা বানাই তারবো ! ল্যাবের সবাই হেসে ফেলছে, আমার এটা বলার মূলত উদ্দ্যেশ্য ছিল ওখানে উপস্হিত এক বেরসিক টিচারের প্রতিক্রিয়া দ্যাখা, আমার কথা শুনে এই নিরস টাইপের লোকটার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি দেখলাম। মেয়ে প্রসঙ্গ টা এমনই এক জিনিস বয়সের ভেদাভেদ যতই হোক না কেন-- মজা লাগবেই, ছাত্রাবাসে পোলাপান রাতের বেলায় যার যার বেডে শুয়ে শুয়ে যে বিষয় নিয়েই গল্প শুরু করুক না কেন,উহা শেষ হয় খালে নেমে! আপনি যদি নিজে নিজে ডিজাইন করতে না চান সেক্ষেত্রে যেভাবে টেইলাসে ব্লাউজ বানানোর অডার দেন- বুকের ছাতি এত,হাতার মাপ এত---- তেমনি ফ্রিল্যান্সার দের আপনার ডিমান্ড জানিয়ে দেবেন, তারা ড্রয়িং করে STL file বানিয়ে দিবে, আপনি জাস্ট পেনড্রাইভে করে সেটা থ্রি ডি প্রিন্টারে লাগিয়ে সুইচ টিপে দেবেন ঠিক PLC মেশিনের মত এ্যাডভাইজরের কাছ থেকে আর একটা বিষয় শুনে ভাল লাগছে বেইজিংয়ের বেই হাং ইউনি ও wuhan এর huazhong খ-চি ইউনি যৌথভাবে নূতন টাইপের 5 aixs CNC মেশিন বানাইছে ,চীনা কোম্পনি যখন কম খরচে উৎপাদন শুরু করবে তখন SIMENS, FANUC,হাইডেনবাগ এদের উচ্চমূল্যে 5 aixs CNC মেশিন বিক্রি বেশ বড় রকমের ধাক্কা খাবে। 3D Printer এবং 5 aixs CNC মেশিন যত সহজলভ্য হবে সাধারন জনগণের পক্ষ্যে তত বেশি মনের মত জিনিস বানানো সম্ভব হবে সেটা যত sophisticated ই হোক না কেন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.