নেসলের কিটক্যাট ছোট-বড় সবার পছন্দের চকলেট। এর আগেই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নাম হিসেবে এই কিটক্যাট নামটিকে বেছে নেওয়ার কথা জানিয়েছিল গুগল। এবারে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন সফটওয়্যারের নতুন সংস্করণ কিটক্যাট উন্মুক্ত করেছে। গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার অ্যান্ড্রয়েডের ৪.৪ বা কিটক্যাট সংস্করণটি উন্মুক্ত করেছেন গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিশাই।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নামের ক্ষেত্রে কিছুটা চমক রাখে গুগল।
এর আগে অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণের ক্ষেত্রে জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন নাম রেখেছে প্রতিষ্ঠানটি। এই নামকরণের সর্বশেষ হচ্ছে এই কিটক্যাট। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, কিটক্যাট সংস্করণটি হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোন, ট্যাবলেটের পাশাপাশি স্বল্পমূল্যের স্মার্টফোন ও ট্যাবলেটের মতো পণ্যও সমর্থন করবে।
সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে সুন্দর পিশাই জানান, এখন আমরা এমন একটি সংস্করণের অপারেটিং সিস্টেম উন্মুক্ত করছি যা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের সব সংস্করণেই সমর্থন করবে। পিশাই আরও বলেন, অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের দ্রুত বর্ধনশীল বাজারগুলোতে যে ফোন বাজারে পাওয়া যায় তাতে প্রায়ই পুরোনো সংস্করণের সফটওয়্যার দেওয়া হয়।
এতে করে অ্যান্ড্রয়েডের অনেক গুরুত্বপূর্ণ ফিচার ও অভিজ্ঞতা ব্যবহারকারীরা পান না।
বাজার বিশ্লেষকেরা বলছেন, সব পণ্যের জন্য অ্যান্ড্রয়েডের একই সংস্করণ ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় এর জনপ্রিয়তা বাড়বে। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডেভেলপারদের আরও বেশি আকর্ষণ করবে এই সুবিধা। বর্তমানে বিশ্বে শতকরা ৮০ শতাংশে বেশি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহূত হচ্ছে। এর মধ্যে অধিকাংশ স্মার্টফোনের অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণ ব্যবহূত হচ্ছে যাতে নতুন বেশ কিছু ফিচার সমর্থন করে না।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপ্লিকেশন নির্মাতারা এখনও অ্যাপ্লিকেশন তৈরির জন্য আইফোন ও আইপ্যাডের কথা ভাবেন আগে। কিটক্যাট সংস্করণের ফলে অ্যাপ্লিকেশন নির্মাতারা অ্যান্ড্রয়েডে তাদের আগ্রহ ধরে রাখতে পারবেন।
এখন পর্যন্ত অধিকাংশ অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে ২০১০ সালে উন্মুক্ত হওয়া জিঞ্জারব্রেড ও ২০১১ সালে উন্মুক্ত হওয়া আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমটি। এতে গুগল অনেক আপডেট ফিচার সমর্থন করে না। কিটক্যাট সংস্করণটিতে গুগলের নতুন সার্চ প্রযুক্তিকে নানা উপায়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়াও অ্যাপ্লিকেশনের ব্যবহারের অভিজ্ঞতা আরও ব্যবহার বান্ধব করা হয়েছে বলে গুগল কর্তৃপক্ষ দাবি করেছে। দিকে, ৩১ অক্টোবরের অনুষ্ঠানে কিটক্যাটনির্ভর নতুন স্মার্টফোন নেক্সাস ৫ উন্মুক্ত করেছে গুগল। ১ নভেম্বর অনলাইনে বিক্রি শুরু করার পর এ স্মার্টফোনটিতে খুব ভালো সাড়া পেয়েছে গুগল।
৪.৯৬ ইঞ্চি মাপের এলসিডি টাচস্ক্রিনযুক্ত নেক্সাস ৫ স্মার্টফোনটির নির্মাতা এলজি। হালকা-পাতলা নেক্সাস ৫ স্মার্টফোনটিতে থাকছে গোরিলা গ্লাস৩ ও ফুল এইচডি ডিসপ্লে প্যানেল।
২.২ গিগাহার্টজের কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম সুবিধার এ স্মার্টফোনটি ১৬ ও ৩২ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার হবে। এই স্মার্টফোনটি সাদা ও কালো রঙে বাজারে পাওয়া যাবে। স্মার্টফোনটির পেছনে থাকবে ৮ মেগাপিক্সেল ও সামনে ১.২ মেগাপিক্সেলের ক্যামেরা। টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি সমর্থনযোগ্য স্মার্টফোনটির দাম ৩৪৯ মার্কিন ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।