দিওয়ালিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বলিউড। অমিতাভ বচ্চন থেকে অনুপম খের, অক্ষয় কুমার থেকে ফারহা খান। সবাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
এক নজরে দেখে নেওয়া যাক কে কি বললেন--অমিতাভ বচ্চন- হ্যাপি দিওয়ালি। দিওয়ালিটা আপনার দারুণ কাটুক।
অনুপম খের-খুব সুখের আর আনন্দের হোক আপনার দিওয়ালি। হ্যাপি দিওয়ালি..
করন জোহর-আলোয় গা সেঁকে পরিবারের বন্ধন আরও বেড়ে যাক...ভালবাসা ছড়িয়ে পড়ুক। সবার জন্য ভালবাসা থাকল.. হ্যাপি দিওয়ালি
কুনাল কোহলি (পরিচালক- ফানহা, হাম তুম)- জানি না কেন লোকে শব্দদূষণ ঘটিয়ে দিওয়ালি পালন করে। চলুন সবাই শব্দ, বায়ুদূষণ মুক্ত একটা দিওয়ালি পালন করি।
শেখর কাপুর-জীবনের শিক্ষা-আমরা শুধু অন্ধকারকেই জানি, তাই আলো খুঁজে বেড়াই।
হ্যাপি দিওয়ালি.. দি ফেস্টিভ্যাল অফ লাইট
মধুর ভান্ডারকর-উত্সবে আলো জ্বলুক, আর আত্মা-জীবন আলোকিত হোক। হ্যাপি দিওয়ালি।
মনোজ বাজপেয়ি- ভালবাসা আর শান্তির মোমবাতি জ্বলুক। নিরাপদ থাকুন সবাই.. আপনাদের সবাইকে দিওয়ালির শুভেচ্ছা।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।