আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ সালে তথ্য-প্রযুক্তি খাতে যে সব দক্ষতার চাহিদা থাকবে

২০১৪ সালে যে প্রযুক্তিদক্ষতাগুলো ভালো চাকরি পেতে কাজে লাগতে পারে তার একটি তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট কম্পিউটার ওয়ার্ল্ড। প্রযুক্তিকর্মীদের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ পেতে নেটওয়ার্কিং থেকে শুরু করে প্রকল্প ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি প্রযুক্তি দক্ষতা কাজে লাগতে পারে।

কম্পিউটার ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত দক্ষতা হবে প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন উন্নয়ন। গত বছরেও কম্পিউটার ওয়ার্ল্ডের জরিপে এ দক্ষতাটি শীর্ষে ছিল। জরিপে চাকরির বাজারে দেখা গেছে আগামী বছর ৪৯ শতাংশ চাহিদা থাকবে প্রোগ্রামারদের। দ্বিতীয় অবস্থানে রয়েছে হেল্পডেস্ক সাপোর্ট বা দক্ষ প্রযুক্তি সহকারী হিসেবে চাকরি দক্ষতা।

তৃতীয় অবস্থানে রয়েছে নেটওয়ার্কিং। এরপর রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, প্রকল্প ব্যবস্থাপনা, ডাটাবেজ ব্যবস্থাপনা, নিরাপত্তা বিশ্লেষক ও বিজনেস ইনটেলিজেন্স হিসেবে দক্ষতা। চলতি বছরে সবচেয়ে চাহিদাসম্পন্ন তথ্য-প্রযুক্তি দক্ষতা হিসেবে ছিল মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, ক্লাউড কম্পিউটিং, এইচটিএমএল৫, সিএসএস৩, জাভাস্ক্রিপ্ট, ইউজার ইন্টারফেস ডিজাইন, বিগ ডাটা, সি#, জাভা, পিএইপচি, লিনাক্স।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.