হরতালের প্রথম দিন আজ সকালে পিকেটাররা রানীপুরের কাছে একটি মোটর সাইকেল ভাংচুর করে। অন্যদিকে জিয়ানগরের টগড়া মোড়ে একটি টেম্পু ও দুটি অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা। এতে টেম্পুর চালকসহ আহত হয়েছেন ৫ জন।
শহরে জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্ত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। পিকেটিং করা কালে ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলায় মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
রানীপুরে ছাত্রদল ও নামাজপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক প্রতিবন্ধকতা তৈরী করেছে শিবির। জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।