আমাদের কথা খুঁজে নিন

   

পিরোজপুরে আওয়ামী লীগের গুলিতে নিহত ১, আহত ৬

পিরোজপুরের জিয়ানগরের ঘোষেরহাট বাজারে আওয়ামী লীগের গুলিতে বিএনপির ১ কর্মী নিহত ও ৬ কর্মী আহত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে জিয়ানগরের ঘোষেরহাট বাজারে ১৮ দল মিছিল বের করলে ঘোষেরহাট বাজারের পত্তাশী ইউনিয়ন আাওয়ামী লীগ সভাপতি তোবারক আলীর দালানের দোতলা থেকে গুলি চালায়। এতে ১৮ দলের ৭ নেতাকর্মী আহত হয়।

আহত বিএনপি কর্মী শুকুর আলী হাওলাদারকে ভান্ডারিয়া হাসপাতালে নেয়া হলে শুক্রবার সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাকি আহত ৬ নেতা কর্মীকে চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে ১৮ দলীয় সূত্রে জানা গেছে। নিহত কর্মীকে জামায়াত ও বিএনপি তাদের নিজ দলের কমী বলে দাবী করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।