আমাদের কথা খুঁজে নিন

   

পিরোজপুরে সাংবাদিক দম্পতিকে কুপিয়ে জখম

পিরোজপুরে এক সাংবাদিক দম্পতিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 'আমাদের অর্থনীতি' পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক 'পিরোজপুরের কথা' পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ খেলাফত হোসেন খসরু ও তার স্ত্রী রবিবার বিকেলে পার্শবর্তী বাগেরহাট জেলার জিলবুনিয়া নামক এলাকায় এ হামলার শিকার হন। পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, রবিবার বিকেলে সাংবাদিক দম্পতি বাগেরহাট জেলার  মোড়েলগঞ্জ থেকে বাড়িতে ফেরার পথে জিলবুনিয়া নামক স্থানে তাদের মটরসাইকেলের গতি রোধ করে সন্ত্রাসীরা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে মোড়েলগঞ্জ সদর হাসপাতালে এবং তার স্ত্রীকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়।

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।