প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৮। এর মধ্যে আমার মাথার চুল প্রায় অর্ধেক কমে গেছে। করণীয় কি? -তুহিন জামান,শ্যামপুর, ঢাকা।
উত্তর : আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা স্টেমসেল থেরাপি'র মাধ্যমে, টাক মাথায় চুল গজানো সম্ভব।
এতে নেই কোনো পাশর্্ব প্রতিক্রিয়া।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪২। বিয়ের সময় আমি একজন সক্ষম পুরুষ ছিলাম। বর্তমানে দাম্পত্য জীবনে অনেকটাই অসুখী।
-মি. আবুল হোসেন। আজিমপুর, ঢাকা।
উত্তর : হরমোন পরীক্ষা করে বর্তমানে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে কোনো পাশর্্বক্রিয়া ছাড়াই আপনার সমস্যাটি স্থায়ীভাবে নিমর্ূল করা সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২০।
এরই মধ্যে আমার মুখে বলিরেখাসহ বয়সের চিহ্ন দেখা দিয়েছে। - সালাম। বনানী, ঢাকা।
উত্তর : 'মেসো থেরাপি'র মাধ্যমে মাত্র এ সেশন চিকিৎসায় আপনার মুখের সব চিহ্ন দূর দরে কমনীয় ও উজ্জ্বল করা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত।
বয়স ৫৫। দীর্ঘদিন যাবৎ আমার দুই পায়ে একজিমা আছে। রোগটি স্থায়ীভাবে সারছে না। -আজমল, চট্টগ্রাম।
উত্তর : বর্তমানে অত্যাধুনিক 'ইপ্ট্র্রালেশনাল স্টেরয়েড' চিকিৎসায় বিশেষ মাত্রায় এক সেশন চিকিৎসায় কোনো পাশর্্বক্রিয়া ছাড়াই নিমর্ূল করা সম্ভব।
উত্তরদাতা : ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ। সিনি.কনসালটেন্ট,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফোন : ৯৩৪২২১৯।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।