আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল ও গণমাধ্যম

একজন লঘু কবি

হরতাল প্রসঙ্গে কয়েকটি কথাঃ ১. আজ বিরোধিদলের ডাকা ৬০ ঘন্টা হরতালের ২য় দিন, কারা হরতাল ডাকছে বা কেন ডাকছে আর কারা তা প্রতিহত করছে তা আমাদের ভালোই জানা আছে! হরতাল বিষয়ক কয়েকটি জিনিস আমাকে সংক্ষুব্ধ করেছে- প্রথমেই আসি গণমাধ্যমের ভূমিকা নিয়ে; আমাদের গণমাধ্যমগুলোতে ব্যাপক হারে হরতাল এবং তার সহিংসতার খবর প্রচার করা হয়, কেউ কেউ তো আবার লাইভ প্রচার করেন!! মিডিয়ার এটি কেমন আচরণ? একটি গণমাধ্যমের জন্য সংবাদ পরিবেশনের নীতিমালা কি? একটু ভাবুন আজ যদি গণমাধ্যমগুলো ঘোষণা দেয় তারা হরতালের কোন সংবাদ পরিবেশন করবে না তাহলে হরতালের এত আয়োজন ভেস্তে যাবে। কেন আপনারা এমন করবেন? হরতালের বীভৎসরূপ দেখানোর জন্য জ্বলন্ত লাশের ছবি, রক্তাক্ত মানুষের ছবি প্রচার করা কী খুব জরুরি? আপনাদের এই আচরণের কারনে আমাদের কোমলমতি শিশুরা আজ হত্যা, নৃশংসতার সাথে অভ্যস্ত হয়ে উঠছে!! একটা জাতির জন্য এটি একটি ভয়াবহ কথা। ঢাকায় ককটেল ফুটানো হলো এবং তা লাইভ সম্প্রচারনের ব্যবস্থা করে আপনারা সেই আতংক পৌঁছে দিলেন রাজশাহী, খুলনা, সিলেট বরিশালেও! হরতালের আতংককে কাজে লাগিয়ে যেসব মিডিয়া হাউস ব্যবসার ধান্দা করে তাদের আমি গণমাধ্যম বলিনা। পশ্চিমা বিশ্বের একটি উন্নত দেশে থাকি বলে এখানে গণমাধ্যমের গণপ্রতিনিধিত্ব এবং দায়িত্বশীলতা আমাকে মুগ্ধ করে, এসব দেশে কখনও সরাসরি লাশের ছবি দেখানো হয়না, মারাত্মক জখম কিংবা রক্তপাতের ছবিও প্রচার বা প্রকাশ করা হয়না। হরতালের সময় কভারেজ দেখিয়ে যেসব মিডিয়া তাদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত আমি তাদের জার্নালিজম ইথিকস নিয়ে প্রশ্ন তুলতে চাই। আজকাল উন্নত দেশগুলোতেও গনমাধ্যম তাই প্রচার করে যা তাদের জনগন চায়। আপনারা কি আমাকে বিশ্বাস করতে বলেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষের সহিংসতা পছন্দ? আজকাল হরতাল আর ঠিক সেই অর্থে রাজনৈতিক প্রতিবাদ নয়, হরতাল আজ একটি বহুমাত্রিক পণ্য। যার একটি নির্দিষ্ট বাজার আছে, ভোক্তা এবং সরবরাহকারীও আছে!! আজ হরতাল মানে কোটি টাকার বানিজ্য। লাশের বানিজ্য, রক্তের বানিজ্য, ককটেল আর গোলা বারুদের বানিজ্য! সাথে থাকছে মিডিয়াগুলোর বানিজ্যিক প্রচারনা। অবাক হবো না যদি নিকট ভবিষ্যতে দেখতে পাই আপনারা দেখছেন 'ক' গ্রুপের সৌজন্যে 'খ' দলের ডাকা হরতালের লাইভ সম্প্রচার!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.