বাংলাদেশের প্রতিটি শিশু জন্মের পর পরই হরতাল ভাংচুর দেখে বড় হয়। বড় হয়ে সেও এতে অভ্যস্থ হয়ে পরেছে। সে যখন বড় হবে তখন সে তাই করবে যা সে দেখে বড় হচ্ছে। সরকার ও বিরোধী দলের দেশ প্রেম শূন্যের কোঠায়। যাই হোক আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে।
আমাদের শিশুরা যেন সুশৃঙ্খল পরিবেশে বেড়ে উঠতে পারে তার জন্য আমাদের বড়দেরই মূখ্য ভূমিকা পালন করতে হবে। আসুন আমাদের দেশটাকে আমরাই সাজাই। বিদেশি প্রভূরা নিশ্চই চাইছে এমনটা হোক যাতে তারা নাক গলাতে পারে। কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। আসুন রাজনীতির নিষ্ঠুরতা থেকে আমাদের দেশটাকে রক্ষা করি।
হরতালের যেন প্রয়োজন না পড়ে কথায় কথায় যেন হরতাল ভাংচুর করতে না হই সবাই সচেতন হই। সবুজ শ্যমলিমায় ঘেরা এ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আজকে যারা যুবক তাদেরই। আমাদের মোরব্বিরা যা দেখাচ্ছে তা আমরা দেখতে চাইনা। আমরা কিছু দেখাতে চাই যা আমাদের মোরব্বিরা দেখতে পায়না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।