আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট ভার্সিটি এডমিশন এর ব্যাপারে নিড এ হ্যান্ড

প্রতিদিনিই চিন্তা করি গতকাল আমি একটা ইডিয়ট ছিলাম আমি ছাত্র খারাপ আর পড়ালেখা নিয়া কোন চিন্তা ভাবনা করিনা তেমন । এ মাসের মধ্যে কোন একটা প্রাইভেটে ভর্তি হতে হবে (আন্ডারগ্রাজুয়েট) আরকি। যদিও আর্টস এর ছাত্র কিন্ত কোন আর্টস সাবজেক্টই (এলএলবি বা ইংলিশ্ ) নিতে আগ্রহী না। ইচ্ছা ছিল সিএসই তে পড়ে নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর এই টাইপের কিছু একটা হওয়া কিন্ত একে তো ম্যাথ এ খারাপ তারউপরে আর্টস এ । discrete maths,Calculus,Linear Algebra Differential Equation এইগুলা জীবনেও করিনাই।

যাইহোক ধানমণ্ডীর ইউল্যাব আর ঐদিকে নর্থ সাউথ বা আই ইউ বি ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি। নর্থ সাইউথ এ দেখলাম আইএলটিএস এ ৫ পয়েন্ট ৫ পেলে এডমিশন টেস্ট নাই (যেটা পাইছিলাম আমি)। তার মানে কি সাবজেক্ট ইচ্ছামত নেয়া যাবে নাকি। আর আমি যেহেতু মেট্রিক আর ইন্টার এ দুইটা জিপিএ ৫ (নর্মাল) পেয়েছি টিউশন ওয়েভার কেমন পাব? আই ইউ বি এর সাইটে দেখলাম ১০০% টিউশন দিবে এ রেজাল্টে । যাইহোক কোন সাবজেক্টে কোন ভার্সিটি পড়া রেকমেন্ড করেন একটু জানায়েন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.