বিরোধী দলের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকচ করে দেয়ার একদিন পর শুক্রবার বিএনপির মুখপাত্র একথা বললেন।
রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপে বিএনপির আগ্রহের কথা তুলে ধরার পাশাপাশি তিনি সরকার হুঁশিয়ার করে বলেছেন, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দুদিন আগে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শুক্রবার উত্তরায় তার বাড়িতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেশের ৯০ ভাগ মানুষ চায়, আগামী নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক। আমাদের বক্তব্য স্পষ্ট- নির্দলীয় অথবা দল নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।
এ থেকে আমরা বিচ্যুত হইনি।
“সরকারকে বলবো, যদি দল নিরপেক্ষ সরকারের বিষয়ে আপনার একমত হন, তা হলে এ বিষয়ে সংলাপ হতে পারে। তা না হলে রাজপথের সংগ্রামে নির্দলীয় সরকার অর্জিত হবে। ”
গলার ধমনীতে রক্ত চলাচলের জটিলতার চিকিৎসা নিতে গত ১৪ মে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর যান ফখরুল।
তিনি জানান, তিনি এখন অনেকটাই সুস্থ।
তবে চিকিৎসা চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।