এছাড়া তেজগাঁওয়ের বেগুনবাড়ি ও তিব্বত, মগবাজারের নয়াটোলা , খিলক্ষেতের নিকুঞ্জ এবং খিলগাঁওয়ে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও বোমাবাজির খবর পাওয়া গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামান জানান, সকাল ৭টার দিকে সাত রাস্তার মোড়ে হরতালকারীরা একটি অটোরিকশায় আগুন দেয়ার পর স্থানীয়রাই তা নিভিয়ে ফেলেন।
ওই অটোরিকশার চালককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
সকালে বেগুনবাড়ি এলাকায় যুবদল কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ ধওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
রমনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদুল ইসলাম জানান, শিবির কর্মীরা সাড়ে ৭টার দিকে মগবাজারের নয়াটোলা এলাকায় ঝটিকা মিছিল বের করে।
এ সময় কয়েকটি হাতবোমা ফোটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এছাড়া তেজগাঁওয়ের তিব্বত, খিলক্ষেতের নিকুঞ্জ এবং খিলগাঁওয় এলাকায় হরতালের সমর্থনে মিছিলের খবর পাওয়া গেছে।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংলাপে সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে সোমবার থেকে সারা দেশে তিন দিনের এই হরতাল করছে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি। একই দাবিতে গত সপ্তাহের শুরুতেও তিন দিন হরতার করে তারা।
হরতালকে কেন্দ্র করে রোববার রাত থেকেই রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মিরপুর, আসাদগেইট, ফার্মগেইট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন এলাকাসহ প্রতিটি রাস্তার মোড়ে সতর্ক অবস্থান নিয়ে আছে পুলিশ ও র্যাব ।
হরতালের সকালে রাজধানীর রাজপথে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ছে। রিকশা ও অটোরিকশার পাশাপাশি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িও দেখা গেছে বিভিন্ন সড়কে।
হরতালের কারণে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
হরতালের প্রথম দুই দিনেও ঢাকাসহ বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।