রোববার ভোরে পিকেটাররা নগরীর রূপাতলী এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে একটি অটোরিকশায় আগুন দেয়। সিএ্যান্ডবি রোড থানা কাউন্সিলের সামনে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া আর কোথাও পিকেটারদের দেখা যায়নি বা কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে জানান কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির।
তিনি জানান, নগরীর বিভিন্নস্থান থেকে আব্দুল আলীম, মো. মহিউদ্দিন ও হেমায়েতউদ্দিন নামে ৩ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মুলাদিতে গ্রেপ্তার করা হয়েছে আরো এক শিবিরকর্মীকে।
নগরীর জীবনযাত্রা স্বাভাবিক। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করছে। স্কুল-কলেজ খোলা ছিল। অফিস-আদলত যথারীতি বসেছে।
তবে নগরী থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি বলে জানান জেলা পুলিশ সুপার মো. এহসান উল্ল্যাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।