আমাদের কথা খুঁজে নিন

   

আসছে ৮ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাব

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কিটক্যাট সংস্করণনির্ভর পাঁচ ইঞ্চি মাপের নেক্সাস ৫ স্মার্টফোনের পর এবারে আট ইঞ্চি মাপের ট্যাবলেট আনতে পারে গুগল। সম্প্রতি গুগল অ্যান্ড্রয়েডের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে আট ইঞ্চি ট্যাবলেটের একটি ছবি প্রকাশিত হয়। পরে এ ছবি সরিয়ে ফেলে গুগল।
নেক্সাস ৮ ট্যাবটি তৈরি করছে বিশ্বের তৃতীয় শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা এলজি। ভি ৫১০ মডেলের এ স্মার্টফোনটির বিস্তারিত তথ্য অবশ্য প্রকাশ করেনি এলজি।

এর আগে নেক্সাস ৪ ও নেক্সাস ৫ স্মার্টফোন নির্মাতা হিসেবে এলজি পরিচিতি পেয়েছে।
বাজারে দীর্ঘদিন ধরেই নেক্সাস ৮ ট্যাবলেট বিষয়ে গুঞ্জন রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে এ ট্যাবটি নিয়ে বিভিন্ন সময় তথ্য প্রকাশিত হলেও এ বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কখনও কিছু জানায়নি। এবারই প্রথম গুগলের সাইটে ছবি প্রকাশ পেল এ ট্যাবের।
এদিকে বাজার বিশ্লেষকেরা বলছেন, ৮ ইঞ্চি মাপের ট্যাবলেটের বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।

অ্যাপলের ৭,৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনি, স্যামসাংয়ের ৮ ইঞ্চি মাপের দুটি মডেলের ট্যাবলেট বাজারে রয়েছে। এ ছাড়াও ৮.৩ ইঞ্চি মাপের নিজস্ব ব্র্যান্ডের ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই ১০ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাব ঘোষণা দেবে গুগল। এ ট্যাবটির সঙ্গে ভুল করে ওয়েবসাইটে প্রকাশিত ছবির অনুরূপ ৮ ইঞ্চি মাপের আরেকটি ট্যাবের ঘোষণাও আসতে পারে।



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.