আমাদের কথা খুঁজে নিন

   

সুদীর্ঘ ৩মাস ৩সপ্তাহ পর মনে একটু আশার সঞ্চার হল



৩মাস ৩সপ্তাহ আগে নিক খুলেছিলাম। পোস্ট করেছি ৪টি কিন্তু একটিও ১ম পাতায় আসেনি। হতাশ হয়ে ব্লগে লগইন করাই ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ব্লগার হওয়ার স্বপ্নটা বুঝি আজীবন স্বপ্নই থেকে যাবে। কিন্তু আজ হঠাৎ লগইন করে দেখি আমি ওয়াচ থেকে জেনারেল। তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি লেখা প্রথম পাতায় আসে কিনা। যদি আসে তাহলে বুঝতে হবে সম্মানিত মডারেটরবৃন্দ আমার প্রতি যারপরনাই অনুকম্পা প্রদর্শন করে আমাকে কৃতার্থ করেছেন যার প্রতিদান তাদেরকে আমি কষ্মিনকালেও দিতে পারব না। আর যদি না-ই আসে তাহলে বুঝতে হবে ব্লগার হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতার প্রয়োজন হয় তার কণামাত্রও আমার মধ্যে নেই। অতএব তীর্থের কাকের মত অপেক্ষা ছাড়া গত্যন্তর নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.