এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ওয়্যার্ড জানিয়েছে, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ট্রেন স্টেশন, শপিং সেন্টার ও অফিস পার্ক এলাকায় যাত্রী পরিবহনের জন্য একশ’ চালকবিহীন গাড়ির অনুমোদন পেয়েছে।
একটি পডস আকৃতির গাড়িতে সর্বোচ্চ দুজন যাত্রী যাতায়াত করতে পারবেন। সঙ্গে শপিং ব্যাগ, লাগেজ, বেবি স্ট্রলারসহ ছোটখাটো প্রয়োজনীয় জিনিস বহনকরা যাবে। ঘণ্টায় সর্বোচ্চ ১২ মাইল গতিতে চলবে চালকবিহীন ওই গাড়ি।
ছয় কোটি ৫০ লাখ পাউন্ডে প্রথম একশ’ পডস কার তৈরিতে বিনিয়োগ করবে মিলটন কেইনস।
পুরোদমে এ গাড়িগুলো চলতে অপেক্ষা করতে হবে ২০১৭ সাল পর্যন্ত। এছাড়া প্রতিটি ট্র্রিপের জন্য দিতে হবে দুই পাউন্ড। স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিকটবর্তী গাড়ির খোঁজ জানা যাবে।
লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে ছোট আকৃতির এ গাড়িগুলো ব্যবহার হচ্ছে ২০১১ সাল থেকে।
গুগল, বিএমডব্লিও, মার্সিডিজ বেঞ্জ গাড়ির মতো পডস কারেও থাকছে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), সেন্সর, হাই ডেফিনেশন স্টেরিও ক্যামেরা।
এ প্রযুক্তিগুলো সড়কপথে দুর্ঘটনা কমিয়ে আনতে ব্যবহার করা হবে। গাড়িতে থাকবে একটি জয়স্টিক, প্রয়োজনের সময় জয়স্টিক ব্যবহার করে গাড়ির গতিপথ নিয়ন্ত্রণ করা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।