আমাদের কথা খুঁজে নিন

   

অধিবেশনের মেয়াদ বাড়ছে

সংসদের চলতি (১৯তম) অধিবেশনের মেয়াদ বাড়ছে। আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
স্পিকার বলেন, এখনো বেশ কিছু বিল পাসের অপেক্ষায় আছে। সে জন্য অধিবেশনের মেয়াদ বাড়বে।
তবে কত দিন অধিবেশন চলবে, সে বিষয়ে স্পিকার নিশ্চিত করে কিছু বলেননি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত অধিবেশন চলবে।
সংসদে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৭ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার কথা। গত ২৩ অক্টোবর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ১২ সেপ্টেম্বর কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছিল। ওই দিন সংসদের চলতি অধিবেশন শুরু হয়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।