আমি একজন সফল আর্কিটেক্ট হতে চাই
কিছুদিন আগে আমি আই কিউ নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম কিন্তু সেইভাবে কেউ সাড়া দেইনি, তারপরেও আবার একটা ব্যর্থ চেষ্টা করলাম, দেখি কেমন সাড়া পাই।
IQ-1: . একজন মহিলা কোন ড্রাইভিং লাইসেন্স ছাড়া রং ওয়ে (wrong way) তে যাচ্ছিলেন। রাস্তার শেষ মাথায় পৌঁছে তিনি বাঁয়ে মোড় নিলেন যেখানে লেখা ছিল 'বাঁয়ে মোড় নিষেধ'। একজন ট্রাফিক পুলিশ সেটা দেখেও মহিলাকে কিছু বললেন না, কেস করলেন না, বা কোন চার্জ করলেন না। কেন?
IQ-2: 2 জন তার স্ত্রী ইভার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল।
হঠাৎ উল্টোদিক থেকে একটা ট্রাক এসে জনের গাড়িকে আঘাত করে এবং জনের গাড়ি দুমড়ে মুচড়ে উল্টে যায়। জন প্রচন্ড ভাবে আহত হয় কিন্তু ইভার কিছুই হয়নি। কীভাবে সম্ভব?
IQ-3: দু'টো উড়োজাহাজ ঠিক একই সময়ে দু'টি এয়ারপোর্ট থেকে ছাড়ল। একটি উড়োজাহাজ নিউইয়র্ক থেকে ছেড়ে ৫০০ মাইল/ঘন্টা বেগে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। অপর উড়োজাহাজটি প্যারিস থেকে ছেড়ে ৪৫০ মাইল/ঘন্টা বেগে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করল।
তাদের উভয়ের যাত্রাপথ আটলান্টিকের উপর দিয়ে। যাত্রাপথে তারা যখন মিলিত হবে তখন কোন উড়োজাহাজটি প্যারিসের সবচেয়ে কাছে অবস্থান করবে?
IQ-4: পিচ্চি পোলারে তার বাপে গোশ্ত কিনতে পাঠাইছে বাসার ঠিক অপর পাশের কসাইখানায়।
পোলা কসাই খানায় গেলে, কসাই জিগাইলো," কি দিমু তোমারে?"
ঠিক সেই সময় পোলার মা বারান্দা দিয়া পোলারে ডাক দিলো।
এক কথায় দুইজনরেই উত্তর দিতে হইব।
পোলায় কি কইবো?
IQ-5: 31. এক লোক ব্যাগ নিয়া কই যেন যাইতেছে।
সেইসময় তার লগে দুই জন লোকের দেখা হইল। তাদের একজন জিগাইলো, "ভাই আপনার ব্যাগে কি?"
আর অপর লোক তারে জিগাইলো, " ভাই আপনে কই যান?"
এক কথায় ক্যাম্নে উত্তর দিবো???
এইবার কমের মধ্যে দিয়ে গেলাম প্লিজ সবাই উত্তর দেবার চেষ্টা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।