বুধবার সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে দেয়ায় এ বছর স্প্যানিশ তারকার শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত হয়ে গেছে।
রেকর্ড ৮টি ফ্রেঞ্চ ওপেনসহ ১৩টি গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হলেও লন্ডনে বছরের শেষ এটিপি টুর্নামেন্টটির শিরোপা কখনো জিততে পারেননি নাদাল।
ভাভরিঙ্কাকেও সহজে হারাতে পারেননি। প্রায় সোয়া দুই ঘণ্টা লড়াই করে, অনেক ঘাম ঝরিয়ে জিততে হয়েছে নাদালকে। খেলার ফলাফল ৭-৬ (৭/৫), ৭-৬ (৮/৬)।
এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালও নিশ্চিত হয়ে গেছে নাদালের। এই গ্রুপের অন্য দুই খেলোয়াড় দাভিদ ফেরার ও টমাস বার্ডিচ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।