গত মৌসুমে রান রেটে রানার্সআপ হয়েছিল গাজী ট্যাংক ক্রিকেটার্স। এবার লটারি পদ্ধতির দলবদলে শুরুতে অনাগ্রহ দেখিয়েছিল দলটি। একবার না খেলারও সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটের স্বার্থে এবং ক্রিকেটারদের কথা ভেবে দলবদলে অংশ নেয় এবং দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকা ক্রিকেটারদের দলভুক্ত করে ধীরে ধীরে শিরোপার পথে হাঁটতে শুরু করেছে গাজী ট্যাংক। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সুপার সিঙ্রে তৃতীয় রাউন্ডে সহজেই ৬ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংকে।
গতকাল সুপার সিঙ্ েটানা তৃতীয় জয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। ১২ ম্যাচে দলটির পয়েন্ট ১৮। ওয়ালটন প্রিমিয়ার বিভাগ ক্রিকেটের লিগ পর্বেও প্রাইম ব্যাংককে হারিয়েছিল গাজী। সুপার সিঙ্ েটানা তিন ম্যাচ হারল প্রাইম ব্যাংক।
প্রথম পর্বে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে ৩ উইকেটে জয় পেয়েছিল গাজী।
গতকাল প্রথমে ব্যাট করে ইংলিশ ক্রিকেটার রবি বোপারার নার্ভাস নাইনটিজে ৮ উইকেটে ২৪৭ রানের লড়াকু ইনিংস গড়ে প্রাইম। বোপারা মাত্র ৫ রানের জন্য বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। ব্যক্তিগত ৯৫ রানে নাঈম ইসলাম জুনিয়রের সরাসরি থ্রোইংয়ে রান আউট হন বোপারা। ৮১ বলের ইনিংসটিতে ৫টি চার ছাড়াও ছিল ৫টি ছক্কা। ইংলিশ ক্রিকেটার ও ওপেনার সৈকত আলী হাফ সেঞ্চুরি না করলেও সম্মানজনক অবস্থানে পেঁৗছাতে পারত না প্রাইম ব্যাংক।
ওপেনার সৈকত ৯৮ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৬০ রান। বাঁ হাতি স্পিনার আরাফাত সানী নেন ৫৭ রানে ৩ উইকেট।
২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ১২১ রানের মধ্যে হারিয়ে বসে ৪ উইকেট। ২৯ ওভারে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শিরোপা প্রত্যাশী গাজী। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও নেদারল্যান্ডসের রায়ান ডেসকাট অবিচ্ছিন্ন থেকে দলকে লিগের নবম জয় উপহার দেন।
দুজনে ১৮.৫ ওভারে ১২৭ রান যোগ করেন। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। রিয়াদ অপরাজিত থাকেন ৬৭ রানে এবং ডেসকাট ৬৮ রানে। রিয়াদ ইনিংসটি খেলেন ৭৯ বলে ৫ চার ও ২ ছক্কায়। তবে আক্রমণাত্দক মেজাজে ব্যাট চালান ডাচ ক্রিকেটার।
তিনি মাত্র ৬০ বল খরচ করেন। যাতে ছিল দুটি চার ও ৬টি ছক্কা। আগের ম্যাচে ২৬ বলে ৫৪ রান করেছিলেন ডেসকাট। সেই ম্যাচেও ছক্কা মেরেছিলেন ৭টি। দুই ম্যাচে ছক্কা মেরেছেন মোট ১৩টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।