আমাদের কথা খুঁজে নিন

   

পিএসজির সঙ্গে ড্র করে শীর্ষেই থাকলো মোনাকো

রোববারের এই ড্রয়ের ফলে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে। ছয় ম্যাচে চারটি জয় আর দুটি ড্র’য়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোনাকো। এখনও অপরাজেয় থাকার কৃতিত্ব ধরে রেখেছে পিএসজিও। সমান তিনটি করে জয় আর ড্র’য়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
পিএসজির মাঠে পঞ্চম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।

ব্রাজিলের ডিফেন্ডার ম্যাক্সওয়েলের দারুণ এক ক্রস থেকে গোলটি করেন তিনি।
১৫ মিনিট বাদে অতিথিদের ম্যাচে ফেরান এ মৌসুমেই মোনাকোতে যোগ দেয়া কলম্বিয়ার স্ট্রাইকার ফ্যালকাও। বাঁ-দিক থেকে পর্তুগালের ডিফেন্ডার জোয়াও মতিনহোর বাড়ানো পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। লিগে এখন পর্যন্ত পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ফ্যালকাও আছেন সবার উপরে।
২৪ মিনিটে দলকে এগিয়ে নেয়ার আবারো সুযোগ পেয়েছিলেন ইব্রাহিমোভিচ।

কিন্তু তার দুর্দান্ত ভলি একটুর জন্য নিশানা মিস করে।
৩৭ মিনিটে আরো একটি সুযোগ পান ইব্রা, কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার লাভেজ্জির ফ্রি-কিকে করা তার হেডটি ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়।
পরের মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মোনাকো। তবে ২৫ গজ দুর থেকে নেয়া ফ্যালকাওয়ের ফ্রি-কিকটি সৌভাগ্যের ছোয়া পায়নি।
দ্বিতীয়ার্ধেও এমন অনেক সুযোগ পেয়েছে উভয় দল।

কিন্তু দুই দলের রক্ষণভাগের দৃঢ়তা আর আক্রমণভাগের ব্যর্থতায় গোল আর হয়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.