আমাদের কথা খুঁজে নিন

   

নিচের ভিডিওটি একবার দেখুন এবং কথাগুলো শুনুন

|সত্যিকারের নেতা ছিল তিনি জনগনের নেতা ছিলেন তিনি , যার সমস্ত চিন্তা চেতনায় ছিল জনগণ , বাংলাদেশের জনগনকে নিয়ে ভাবতেন তিনি,বাংলার জনগনকে নিয়ে ভাবতেন তিনি। এই মানুষটিকে হারিয়ে বাংলাদেশ একজন অবিভাবককে হারালো । আসলে আমরা বাঙালিরা আমাদের গুনীজনকে সম্মানের সাথে ধরে রাখতে পারিনা । আজকে যদি আমাদের এই নেতা বেচে থাকত তাহলে হয়তো বিশ্হজিতের রক্তাক্ত মৃত দেহ দেখতে হতো না । হয়তো চাপাতি শাকিলের জন্ম হতো না ।

চাপাতি লিগ নামের কোনো ছাত্র সংঘঠনের নাম হয়তো বাঙালি জাতি শুনতো না । ১০ বছরের কোনো বোনের ধর্ষিত লাশ আমাদের দেখতে হতো না । সুরঞ্জিতের কালো বিড়ালের জন্ম হবার সম্ভাবনা ছিল না । আর শেখ হাসিনার মতো একজন অবাঙ্গাল বুধিপ্রতিবন্ধি বাঙালিদের নেতৃত্ব হয়তো দিতো না। আসলে আমাদের বাংলাদেশের একটা ভুয়া কালচার আছে সেটা হলো ... যদি কোনো পির,ফকির,দরবেশ,আলেম,অথবা বড় কোনো হুজুর মারা যায় তাহলে তার মৃত্যুর পরে তার কবর হয়ে যায় মাজার শরিফ।

কিন্তু সেই পির,ফকির,দরবেশ,আলেম,অথবা বড় কোনো হুজুর জীবিত অবস্থায় হয়তো উনার যতটুকু জ্ঞান ছিলো তা দিয়ে বিনা পয়সায় সাধারণ মানুষকে সেবা করে যেতেন এবং নিজেদের ধর্মের বাণী প্রচার করতেন। অথচ তাদের মৃত্যুর পর তাদের মাজারের নাম চলে যতসব ভন্ডামি , তাদের আদর্শকে ভুলে গিয়ে আদর্শকে বিকৃত করে চলে টাকা উপায়ের প্রস্তুতি ,তাদের নাম বিক্রি তাদের পরবর্তী চোদ্দ পুরুষ জীবিকা নির্বাহ করে সাধারণ মানুষকে ঠকিয়ে। ঠিক তেমনি ভাবে আজকে বঙ্গবন্ধুর নামে তাদের দলের নেতা নেত্রীরা করছে ভন্ডামি। বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে ভুলে গিয়ে আদর্শকে বিকৃত করে চলছে টাকা কামাই করার মহা ধুমধাম । বঙ্গবন্ধুর নিজের মেয়ে হাসিনা নিজেই বাবার আদর্শকে ভুলে গিয়ে ভন্ডামি শুরু করে দিয়েছে।

বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে কলঙ্কিত করছে আজকের এই হাসিনা সুরঞ্জিত এবং চাপাতি লিগ। এখনো সময় আছে ভন্ডামি ছেড়ে দিন, তা না হলে মনে রাখবেন জনগনের মাইর দুনিয়ার বাইর। আপনারা সারা জীবন জনগনকে নির্যাতন করবেন আর জনগণ জীবনে একবার শুধু ঘনধুলাই দিবে আপনাদের, তখন কিন্তু একদম দুনিয়ার বাইর হয়ে যাবেন । এখনো সময় আছে প্রকৃত আদর্শকে আর বিকৃত করবেন না , আর জনগনকে বাধ্য করবেন না আপনাদেরকে দুনিয়ার বাইরে পাঠাতে ,জনগনের ক্ষিপ্ত রূপ কেমন হতে পারে আশা করবো সেটা আমাদের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিবেন বঙ্গবন্ধু ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.