আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কী রাজনীতিবিদদের দাঁ এর নিচের মাছ??

আমাদের সবার মাথায় গত ৪ দিন ধরে শুধু ইলিয়াস আলী, ইলিয়াস আলী একটা নামই ঘোর পাক খাচ্ছে। শুধু আমাদের মাথায় না খবরের কাগজ, টিভি, রেডিও আর সরকারত আছেই। ইলিয়াস আলী গুম হয়েছে সরকার বলতেছে এই কাজ বিরোধী দল করেছে, আর বিরোধী দল বলতেছে এইটা সরকারের কাজ। আর সমালোচকেরা বলতেছে এই কাজ সরকার সুরঞ্জিত সেন এর ঘটনা ধামা ছাপা দেওয়ার জন্য করেছে। এই ঘটনার আসল রূপ কি তা একমাত্র উপরওয়ালাই ভাল জানে।

ইলিয়াসের গুম হওয়াকে কেন্দ্র করে বিরোধী দল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে কারন ইলিয়াস আলী একজন বিএনপি নেতা এবং সেই হরতালের আগের দিন বিএনপি সমর্তকেরা বাসে আগুন দেওয়াই বদর আলী নামের এক বাস চালক নিহত হয়েছে অথচ তার নামে হরতাল করার কেও নেই?। বদর আলিও ইলিয়াস আলীর মত একজন নাগরিক তার নামে হরতাল হবে না কেন? কারন সে কোন রাজনীতি করে না। দেশে কি হরতাল ধর্মঘট শুধু রাজনীতিবিদদের জন্য হয়,সাধারন মানুষের জন্য কি হয়না? যদি তাই না হয় তাহলে কেন আপনারা(রাজনিতিবিদ) বার বার গনতন্ত্রের নাম উচ্চারণ করেন। আপানদের কে কি আমরা সংসদে গিয়ে ফাইল ছুড়ে মারা, গালি প্রেকটিস করার জন্য নির্বাচিত করেছি? আপানারা এম্পি মন্ত্রী কি শুধু শুল্কমুক্ত বিলাস বহুল গাড়ি আমদানি করতে এবং সেই গাড়িতে করে টাকা বহন করতে নির্বাচিত করেছি? ইলিয়াসের জন্য বিএনপি হরতাল এর ডাক দিয়েছে ১ম দিনের হরতালে কিছু মানুষ আহত কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে। রাজনিতিবিদেরা যদি দেশের মানুষের কথা চিন্তা করত, অর্থনীতির কথা চিন্তা করত তাহলে কি হরতাল দিত? আজ সন্ধ্যায় বিএনপি আবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে।

এক মাত্র আল্লাই ভাল জানে আগামী কাল কয়জন বদর আলী মারা যায়(আল্লাহ না করুক), কত জন বাস চালক না খেয়ে থাকে। বিরোধী দলের কাছে আমার একটা প্রশ্ন হল"আপনারা কি ইলিয়াস আলী ফিরে না আসা পর্যন্ত লাগাতার হরতাল দিতে থাকবেন? আমাদের মত বদর আলীদের নিয়ে কি কিছু ভাববেন না?" গণতন্ত্রের নামে যে দেশে আজ দু মুখো শৈ্রাতন্ত্র চলতেছে তা আমরা কেউ উপলদ্ধি করতেছি না। রাজনীতিবিদেরা যেমন নাচাচ্ছে আমরাও তেমন ভাবে নাচতেছি। গণতন্ত্রের দাঁ আজ তাদের হাতে আর আমরা তাদের দাঁ এর নিচের মাছ। যা এই জাতিকে যেকোনো মুহুর্তে এক কোপে ধ্বংস করে দিতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.