বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এক সার্কুলার জারি করে সব ব্যাংককে এ নির্দশনা দেয়া হয়।
আগে এ তথ্য পাঠাতে হতো বছরের প্রথম ছয় মাসের হিসাবের ভিত্তিতে।
সার্কুলারে বলা হয়েছে, “ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর ৩৬ ধারার ১ উপধারায় প্রত্যেক ব্যাংক কর্তৃক ত্রৈমাসিক ভিত্তিতে তাদের সম্পদ ও দায় সম্পর্কিত বিবরণী বাংলাদেশ ব্যাংকের দাখিলের নির্দেশন রয়েছে। ওই নির্দেশনার আলোকে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা ৩৮ এর প্রথম তফসিল অনুযায়ী লাভ-ক্ষতি সম্পর্কিত বিবরণীও ত্রৈমাসিক ভিত্তিতে (প্রত্যেক ত্রৈমাসিক শেষে পরবর্তী মাসের শেষ কার্যদিবসের মধ্যে) ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে (সফটকপিসহ) দাখিল করার জন্য নির্দেশ দেয়া হলো।”
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক ব্যাংক ভুল তথ্য দিয়ে তাদের ছয় মাস বা বাৎসরিক ‘ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট’ প্রকাশ করছে। যা পুঁজিবাজারে ভুল বার্তা দিচ্ছে। এতে অনেক সাধারণ বিনিয়োগকারি ক্ষতির মুখে পড়ছেন।
আগামীতে যাতে এরকম না হয় সেজন্য এখন থেকে ত্রৈমাসিক ভিত্তিতে লাভ-লোকসানের তথ্য চাওয়া হচ্ছে বলে জানান তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।