ব্যাংক ও বীমা কোম্পানিগুলোর পুঁজিবাজারে প্রতিশ্র“তি অনুযায়ী বিনিয়োগ করছে না বলে মনে করছেন অর্থমন্ত্রী।
বুধবার সকালে রাজধানীর ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স এন্ড কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেন, “ব্যাংক ও বীমা কোম্পানীগুলো বলেছিল যে তারা পুঁজিবাজারে আসবে। তাঁদের কাছে শুধু বলব যে, আপনারা প্রধানমন্ত্রীর কাছে যে অঙ্গীকার করেছেন, সেটা পালন করার চেষ্টা করুন। ”
আর ব্যাংক ও বীমা কোম্পানিগুলো পুঁজিবাজারে প্রতিশ্র“তি অনুযায়ী বিনিয়োগ না করায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঘোষিত প্রণোদনার সুফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী।
তিনি অভিযোগ করেন, “ব্যাংকিং ও বীমা সেক্টর বিনিয়োগের যে কথা দিয়েছিল, তারা সেই কথা রাখছে না।
প্রণোদনায় বিদেশি বিনিয়োগের সেসব সুবিধা দেওয়া হয়েছিল, তার প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। ফলে বাজারে এখনো বিদেশি বিনিয়োগ আসছে না। ”
“এসইসি যেসব প্রণোদনার ঘোষণা দিয়েছে, তার কোন সুফল আমরা পুঁজিবাজারে দেখছি না। বরং ব্যাংকের সুদের হার এতো থাকলে কে লোন নিয়ে শেয়ার বাজারে ব্যবসা করবে? তারা কি ব্যবসা করে দেউলিয়া হবে”, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টদের জরুরি বৈঠকের পর গত বছরের ২৩ নভেম্বর স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেয় এসইসি।
টানা দরপতনের প্রেক্ষাপটে মঙ্গলবারও বাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে জরুরি বৈঠক করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সাধারণ সূচক প্রায় ২৬৬ পয়েন্ট কমে।
‘সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়’ সভায় ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা না পাওয়া, উচ্চ সুদের হার, ডলারের দাম বৃদ্ধি ও সরকারের নীতি নির্ধারণী সমস্যার কথা তুলে ধরেন।
ব্যাংকের উচ্চ সুদহারের প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেন, “বেসরকারি ঋণ সরবরাহ প্রবাহ গত বছর কিছুটা বেশি ছিল। তাই এ বছর তার লাগাম ধরা হয়েছে।
তবে ব্যাংকের উচ্চ সুদে যেসব সমস্যার কথা বলা হচ্ছে, এগুলো সাময়িক। দীর্ঘমেয়াদে এগুলো সুফল বয়ে আনবে। ”
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন ঢাকা চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজের সহ সভাপতি হায়দার আহমেদ খান, মেট্রোপলিটন চেম্বার্স এন্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজের সহ সভাপতি ব্যারিস্টার নিহাত কবির, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ, এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি জসিমউদ্দিন আহমেদ প্রমুখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।